প্রেমের মরীচিকা

প্রেমের মরীচিকা

ওরকম আকাশ ছোঁয়া প্রেম ছুঁয়ে যায়নি
এক দৃষ্টিতে চেয়ে থাকা
তৃষ্নার্ত চোখ নীলাভ আঁচলে
সাদা মেঘের তুষারপাতে
প্রেম ছুঁয়ে যায়নি বন্ধনহীন বলাকার মতো

প্রেম ছুঁয়ে যায়নি আটপৌঢ়ে শহরে
তোমার-আমার কফির টেবিলে
টুন-টান চাইনিজ রেস্তোরায়
মগবাজারের মোড়ে বার্গার কুইনে
এমন কি বনানীর শর্মা হাউজে

যেদিন আয়োজন করে শালনা
একটানা সাতদিন
নির্জনতা আর মোমের আলোতে
সবুজ দুর্বার চাদরে হাঁটি হাঁটি পা পা
প্রেম সেদিনও ছুঁয়ে যায়নি

কাঠমন্ডুর মাতাল হাওয়ায়
হিমালয়কে সাক্ষী করে
তুষার মেঘের নরম বালিশে মাথা রেখে
স্বপ্নের পাখায় ভর করেও
মেলেনি প্রেম

সেবার সৈকতে গিয়েছিলাম
নোনা জলে পা ভিজিয়ে অনেকক্ষন
পাশাপাশি নিশ্চুপ বসে থাকা
উত্তাল ঢেউ বার বার জানান দিয়ে গেল
এলোনা তবুও প্রেমের জোয়ার

আহা প্রেম নাকি বসন্তের সুবাতাস
কোকিলের কণ্ঠে সুমধুর ঐকতান
প্রেম নাকি জীবনের পূর্ণতা
প্রেমেই নাকি বাস এবং সর্বনাশ
প্রেমে আহাজারি, অব্যাক্ত কষ্টের নাড়ি
প্রেমে পুন্য
প্রেমেই পাপ
প্রেমের মরীচিকায় মৃত্যুফাঁদ।।

~মলি সিদ্দিকা
১৩ মে ২০২১