টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ দেখছেন না রানাতুঙ্গা

টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ দেখছেন না রানাতুঙ্গা

অনলাইন ডেস্ক: ০১ সেপ্টেম্বর ২০১৫

টেস্ট ক্রিকেটে দর্শক উপস্থিতি কমে যাওয়ার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দায়ি করছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

ভারত-শ্রীলংকার মধ্যকার চলমান টেস্ট সিরিজে দর্শক উপস্থিতি কম দেখে হতাশা প্রকাশ করেছেন বর্তমানে শ্রীলংকার জাতীয় সংসদ সদস্য রানাতুঙ্গা। লংগার ভার্সনে দর্শক উপস্থিতি কমে যাওয়ার জন্য বিশ্ব ক্রিকেট নির্বাহী সংস্থাটিকেই দায়ি করছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে রানাতুঙ্গা বলেন, টেস্ট ক্রিকেট নিয়ে আইসিসি’র বর্তমান কার্যকলাপে তার সন্দেহ রয়েছে।

তিনি বলেন, ‘শীর্ষ দু’টি দল উত্তেজনাকর ক্রিকেট খেলছে। কিন্তু সেখানে দর্শক নেই। টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে বর্তমান আইসিসি কিছু করছে কি-না আমার সন্দেহ রয়েছে। তাদের কাছে টাকা কামানোটাই যেন সব কিছু, যা ওয়ানডে ও টি-২০ ক্রিকেট থেকে আসে।’

পি সারা ওভালে কুমার সাঙ্গাকারার বিদায়ী টেস্টে সাত হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামই পুরোপুরি পূর্ণতা পায়নি।

১৯৯৬ বিশ্বকাপ জয়ী সাবেক এ অধিনায়ক বলেন, ‘খুব তাড়াতাড়ি আইসিসি যদি এ ধরনের মানসিকতা পারিববর্তন না করে তাহলে টেস্ট ক্রিকেটের খুব উজ্জ্বল ভবিষ্যত আমি দেখছি না।’

গত এক দশকের বেশি সময় ধরে দেশের বাইরে ম্যাচ জিততে সফরকারী দলগুলোকে ধুকতে হয়েছে এবং রানাতুঙ্গার বিশ্বাস এর কারণ সফরে কাটছাট।

৫১ বছর বয়সী রানাতুঙ্গা বলেন, ‘অধিকাংশ ক্রিকেট বোর্ডই তাড়াতাড়ি সফর শেষ করতে চায়। দলগুলো যেমন যথেষ্ট সংখ্যক অনুশীলন ম্যাচ খেলে না, তাই তারা কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে না। যে কারণে আপনারা এত বেশি একতরফা হোম সিরিজ দেখছেন।’ ( সুত্রঃ -বাসস)