গত রাত সন্ধ্যায় সামিনা চৌধুরী ও তার তিনজন যন্ত্রি সহ সিডনিতে এসে পোঁছান। জনাব আতিক হেলাল এবং আরেফিন মিতা তাদেরকে ফুল দিয়ে বরন করেন। শত শত সিডনির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় শিল্পীর গান শুনার জন্য।
আগামী ১৫ই নভেম্বর ২০১৫ (রবিবার) জেমস মিহান স্কুল অডিটোরিয়ামে, ৫৪ হেরল্ড স্ট্রীট, ম্যাককোয়ারি ফিল্ডস এ তিনি সংগীতের আরাধনা, তাল, লয় আর সুরের মূর্ছনায় সিডনি প্রবাসীবাংলাদেশী দর্শক-শ্রোতাদের এক মনোমুগ্ধকর সন্ধ্যা উপহার দিবেন।
বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী সামিনা চৌধুরী গান শিখতে শুরু করেন তাঁর বাবা মাহমুদুন্নবীঁ এবং মা রাশিদা চৌধুরীর কাছে। আনুষ্ঠানিক ভাবে ধ্রুপদী সংগীত শিখতে শুরু করেন আরো পরে বরং তার আগেই ১৯৮১ সালেই তিনি চলচ্চিত্রে গান গাইতে শুরু করেন।
খুব কম বয়সে এই সুযোগ পাওয়ার কারণ কি শিল্পী মাহমুদুন্নবীর কন্যা হওয়া কিনা সে প্রশ্নের উত্তরে তিনি বলেন তা মোটেও না বরং তিনি যখন গাইতে শুরু করেন তখন কেউ জানত না যে তার বাবা মাহমুদুন্নবী । যখন সবাই জানতে আরম্ভ করল তখন তিনি সামিনা নবী থেকে সামিনা চৌধুরী হয়ে গেছেন।
এক ধরণের অভিমান থেকে তার এই নাম পরিবর্তন বলে তিনি জানান।