নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা মুখে বাংলাদেশের প্রসংসা।

নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা মুখে বাংলাদেশের প্রসংসা।

অনলাইন ডেস্ক: ১৭ নভেম্বর ২০১৫

 

সফররত ডাচ রানী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতির মুখে বাংলাদেশের প্রসংসা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এখন পৃথিবীর অনেক দেশের জন্য রোল মডেল বলে মন্তব্য করেন তিনি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফের গোলটেবিল বৈঠক শেষে ডাচ রানী এ কথা বলেন।

সোমবার সকালে তিনদিনের সফরে বাংলাদেশে আসেন নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা। পিকেএসএফের আগে তিনি ঢাকার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কার্যালয় পরিদর্শন করেন। সেখানে একটি বৈঠকে অংশ নেন তিনি। বিকেলে পিকেএসএফের গোল টেবিল বৈঠক শেষ করে ফিরে যান হোটেল সোনারগাঁওয়ে। সেখানে তার আরো একটি বৈঠকে অংশ নেয়ার কথা।

সোমবার তার হোটেলের বাইরে কোনো কর্মসূচি নেই বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য অর্থনৈতিক সেবার সচেতনতা বাড়ানোই ডাচ রানীর এ সফরের উদ্দেশ্য।

ডাচ রানী ম্যাক্সিমা তার এই সফরে কয়েকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন, এদের মধ্য রয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান প্রমুখ। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগী অংশীদারদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার। পাশাপাশি ঢাকার বাইরে গাজীপুর সফরের কথাও রয়েছে।

নিরাপত্তার কথা মাথায় রেখে গাজীপুর সফরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ১৮ নভেম্বর বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে তার সফরের বিভিন্ন দিক তুলে ধরবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি। সেই রাতেই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। (সুত্রঃ লেটেস্টবিডিনিউজ ডট কম)