সিডনি অলিম্পিক পার্কের বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে এএনজেড স্টেডিয়ামে

সিডনি অলিম্পিক পার্কের বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে এএনজেড স্টেডিয়ামে

নাইম আবদুল্লাহ: গত ১৫ নভেম্বর রবিবার বিকেলে সিডনির অলিম্পিক পার্কে বৈশাখী মেলার আয়োজক সংগঠন বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া কনকর্ডে

তাদের নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।প্রথমে সংগঠনের সাধারণ সম্পাদক তুষার রায় সংবাদ সম্মেলনে অংশগ্রহনকারী

কমিউনিটি ও মিডিয়ার সকল সাংবাদিকদের অংশগ্রহন করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

তারপর সংগঠনের সভাপতি শেখ শামিম উল হক আগামী ২০১৬ সালে অনুষ্ঠিতব্য আগামী বৈশাখী মেলার স্থান সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন।

তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন যে প্রথমে বঙ্গবন্ধু পরিষদ ও পরবর্তীতে বঙ্গবন্ধু কাউন্সিল সিডনিতেবৈশাখী মেলার আয়োজন করে আসছে। তার মধ্যে

গত তের বছর আমরা বারুদে এবং তারপর থেকে গত বছর পর্যন্ত দশ বছর আমরা সিডনির অলিম্পিক পার্কের এথলেটিক সেন্টারে বৈশাখী মেলার আয়োজন করে আসছি।

তারপর এই সেন্টার বন্ধ হয়ে যাওয়াতে এইবছর আমরা সিডনির অলিম্পিক পার্কের টেনিস সেন্টারে বৈশাখী মেলার করেছিলাম’।

তিনি দুঃখের সাথে আরও বলেন যে, ‘এই বছর আয়োজিত টেনিস সেন্টারের বৈশাখী মেলার অপারেটর কিংবা সংগঠক হিসেবে ব্যবস্থাপনায়

আমাদের যেমন কিছু সমস্যা হয়েছে তেমনি দর্শকদেরও নানা বিড়ম্বনা ও সমস্যা পোহাতে হয়েছে।

দর্শককুলের চিত্তবিনোদনের কথা মনে রেখে আমরা আগামী ২০১৬ সালের বৈশাখী মেলা সিডনির এএনজেড স্টেডিয়ামে করার সিধান্ত নিয়েছি’।

এই সময় উপস্থিত মিডিয়ার সবাই করতালি দিয়ে এই নুতন ভেনুকে অভিনন্দন জানান। উল্লেখ্য, এএনজেড স্টেডিয়ামে আগামী বছরই সর্বপ্রথম কোন মেলার আয়োজন করা হবে।

এই স্টেডিয়ামের গ্যালারীতে পঁচাশি থেকে পঁচানব্বই হাজার দর্শক বৈশাখী মেলারআয়োজন উপভোগ করতে পারবে।

সবশেষে, বৈশাখী মেলার আয়োজক কমিটির পক্ষ থেকে শামিম উল হক মিডিয়াসহ সর্বস্তরের প্রবাসী বাঙ্গালীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।