নিজস্ব প্রতিনিধিঃ ক্যাম্পবেলটাউন ফ্যামিলি ডে কেয়ার এর এডুকেটর হাসনা খান, ২০১৫ সালে “বর্ষসেরা এডুকেটর এক্সেলেন্স ইন ফ্যামিলি ডে কেয়ার পুরস্কার” আঞ্চলিক বিজয়ী ঘোষণা করা হয়।গত ৩১ আগস্ট অনুষ্ঠিত এই পুরষ্কার প্রদান করা হয়। নিউ সাউথ ওয়ালসের ২১ জন এডুকেটর কে প্রথমিক ভাবে মনোনয়ন দেয়া হয়। এরই মধ্যে হাসনা খান চূড়ান্তভাবে বিজয়ী হন। ক্যাম্পবেলটাউনে এই প্রথম কোনও বাঙ্গালী এত বড় সম্মান পেলেন।
প্রতি বছরের মত যারা ফ্যামিলি ডে কেয়ার পরিচালনার ক্ষেত্রে গতানুগতিক ধারার উন্নতি , নতুনত্ব এবং একটি সুষ্ঠু মানের সেবা ও শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন তাদেরকে মনোনীত করা হয় এই স্বীকৃতির জন্য। শিশুদের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক এবং কর্মজীবী পরিবারে সাথে আস্থার বন্ধন উনাকে ধীরে ধীরে আত্মবিশ্বাসী করে তুলেন।তিনি একের পর এক পুরস্কার পেয়েই চলেছেন। ২০১৫ সালে নিউ সাউথ ওয়ালস পার্লামেন্ট থেকেও “২০১৫ বর্ষসেরা এডুকেটর এক্সেলেন্স ইন ফ্যামিলি ডে কেয়ার পুরস্কার” , “২০১৫ সালের বর্ষসেরা পেশাদারী ইন ফ্যামিলি ডে কেয়ার” ও “২০১৫ সালের বর্ষসেরা ডিরেক্টর এ্যাওয়ার্ড ফাইনালিস্ট ইন ফ্যামিলি ডে কেয়ার”।
না বললেই নয় পারিবারিক জীবনেও উনার অসাধারণ ভূমিকার কোনও কমতি নেই। নিরলস প্রচেস্টার ফলে, যেমন উনার দুটি মেয়ে বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জনের পরপরই পেশাগতভাবে সাফল্যতা দেখাচ্ছে, ঠিক তাঁদেরই পদাঙ্ক অনুসরণ করে একমাত্র ছেলেটি নিউ সাউথ ওয়ালসে বিশ্ববিদ্যালয় এ চিকিৎসাশাস্ত্রে অধ্যায়নরত।