বুঝতে পারিনি- কখন গিয়েছি ক্ষয়ে।
অর্থহীন কথোপকথনে ডুবে গেছি মদির মাদকতায়,
ফিরতে পারিনি আর–
সুখের বিন্যাসে প্লাবিত সবুজ সকাল,
রেঙ্গেছে মনের অজান্তে বিরাণ বিকেল-
এই পরিদৃষ্ট আহবান আমি ফেরাব কেমন করে!
অন্তর্ভেদী দৃষ্টিতে তোমার, জন্মেছিলো যে ভালোলাগা
সে ছিলো, না ছুঁয়ে তোমাকে ছোঁয়া”
কাব্যিক সূচনায় পথচলা,
পদাবলীতে বদলে যাওয়া নতুন চরণ
অন্তহীন কল্পনায় খুজে পাওয়া এক অনিমেষ আলোড়ন-
এ যেন এক নতুন জন্ম।
এতো অতৃপ্ত তৃষ্ণা তোমার, গহীন অলিন্দে অনুনয়–
বালিকা তো জানেনা,
কেন উরজের উষ্ণতায় স্খলন হতে চায় সব
অবচেতন চাওয়া আজ প্রণয়ের উর্ণজালে।
(কাজী সুলতানা শিমি)