রবীন্দ্র সঙ্গীতে শ্রোতাদের মুগ্ধ করলেন অণিমা রায়

রবীন্দ্র সঙ্গীতে শ্রোতাদের মুগ্ধ করলেন অণিমা রায়

অনলাইন ডেস্ক:অস্ট্রেলিয়ার ব্রিজবেন ও ক্যানবেরায় রবীন্দ্র সঙ্গীতে শ্রোতাদের মুগ্ধ করলেন বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়।
এটিএন ক্যানবেরার আয়োজনে ব্রিজবেন ও ক্যানবেরায় কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে যোগ দিতে অস্ট্রেলিয়ায় উদ্দেশ্যে গত ৪ এপ্রিল দেশ ছাড়েন অণিমা রায়। রবীন্দ্র সঙ্গীতে শ্রোতাদের মুগ্ধ করে ১১ এপ্রিল দেশে ফেরেন তিনি। প্রায় ২ দশক ধরে রবীন্দ্রসঙ্গীতের সাধনা করছেন অণিমা রায়। এরই মধ্যে তিনি বাংলাদেশের পাশাপাশি ভারত ও সিঙ্গাপুরে রবীন্দ্র সঙ্গীতে শ্রোতাদের মন জয় করেছেন। এবার অস্ট্রেলিয়া জয় করলেন নিজের সুরের ছটায়। এ সময় তার সঙ্গে ছিলেন নজরুলগীতি শিল্পী ইয়াসমিন মুশতারি।
সোসাইটি অব বাংলাদেশি ডক্টরস কুইন্সল্যান্ডের আয়োজনে ব্রিজবেনের অনুষ্ঠানে অণিমা রায়ের পরিবেশনায় ছিল- বরিষ ধরা মাঝে শান, সখী ভাবনা কাহারে বলে, এরা সুখেরও লাগি ইত্যাদি। এটিএন ক্যানবেরার আয়োজনে অণিমার পরিবেশনায় ছিল- ও আমার দেশের মাটি, আমি কান পেতে রই, মাঝে মাঝে তব দেখা পাই ইত্যাদি।  আশিক হোসেন, তারেক সাফা ও নিউটন মুহুরি উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ( সুত্র: ইত্তেফাক )