অল্প কিছু কষ্টকে পূঁজি করে নেমেছি কবিতার ময়দানে,
দক্ষ ব্যবসায়ীর মতো সুদে আসলে একদিন দুঃখ বেঁচে কিনব সুখ…।
আত্মসম্মান বিসর্জন দিয়ে খরা মরুভূমিতে বুনেছি বীজ,
ফসল হোক আর নাই হোক, এ জমি আমার।
একদিন পরিচিত খামে চিঠি পেয়ে চমকে উঠলাম,
লেখা – ব্যবসায় লাভ হলে তাঁর হিস্যা দেবে তো?
যে কষ্ট তোমার পূঁজি, তাতো আমারই দেয়া।
দক্ষ ব্যবসায়ীর মতো সুদে আসলে একদিন দুঃখ বেঁচে কিনব সুখ…।
আত্মসম্মান বিসর্জন দিয়ে খরা মরুভূমিতে বুনেছি বীজ,
ফসল হোক আর নাই হোক, এ জমি আমার।
একদিন পরিচিত খামে চিঠি পেয়ে চমকে উঠলাম,
লেখা – ব্যবসায় লাভ হলে তাঁর হিস্যা দেবে তো?
যে কষ্ট তোমার পূঁজি, তাতো আমারই দেয়া।
—ইভানা
(This is a work of fiction. Names, characters, businesses, places, events and incidents are either the products of the author’s imagination or used in a fictitious manner. Any re-semblance to actual persons, living or dead, or actual events is purely coincidental.)