ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের পিঠা মেলা অনুষ্ঠিত হয়

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের পিঠা মেলা অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিনিধি: গত ১৪ অগাস্ট (রবিবার) ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের উদ্যোগে মিন্টুর গ্রেঞ্জ পাবলিক স্কুলে শীতের পিঠা মেলা অনুষ্ঠিত হয়।

৫২’এর ভাষা আন্দোলনে আমাদের দেশের সোনার ছেলেরা রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে মাতৃভাষার মর্যাদা অক্ষুন্ন রেখেছে। অনেক মূল্যে পাওয়া এই ভাষা। ছেলে হারা শত মায়ের অশ্রুর  বিনিময়ে পাওয়া এই ভাষা, আমার সোনার দেশের রক্তে পাওয়া এই ভাষা।

এই ভাবনা ও দায়বদ্ধতা থেকেই প্রবাসে ছোটমনিদের জন্য বাংলা ভাষা ও সঙ্গীত চর্চ্চার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৬ বছর আগে   সীমিত সামর্থে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতিষ্ঠা হয় । বাংলা মায়ের কৃষ্টি ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় সযত্নে লালন করা করে বেড়ে ওঠা এই বাংলা স্কুল আমাদের মায়ের ভাষা ও ঐতিহ্যকে ছড়িয়ে দিচ্ছে আমাদেরই কোমল-মতি ছোট ছোট ছেলেমেয়েদের মনের গভীরে। বাংলা ও বাংলাদেশের সংস্কৃতি জাগ্রত রাখার উদ্দেশ্যে প্রতি বছর শীতকালে এই পিঠা মেলা হয়ে থাকে।

সকাল ১১ টায় শুরুতেই কাম্বেলটাউন বাংলা স্কুলের ছোট বন্ধুরা একে একে বাংলাদেশ ও বাংলা ভাষা ভিত্তিক নানা ধরনের কবিতা, গান পরিবেশনা করে।। এই পর্বটি ছিল খুবই মন মাতানো।

মেলা প্রাঙ্গণ অংশগ্রহণকারী আর ক্রেতা দর্শকদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে। স্টলগুলোতে নানা ধরনের মুখরোচক আর সুস্বাদু পিঠার মধ্যে ছিল ভাপা,  পাটি সাফটা,পাক্কন পিঠা, তেলে  ভাজা এবং রঙ বে রঙের পুলি। আকর্ষণীয় ও সুস্বাদু পিঠার পাশাপাশি পরাটা ,মাংস, সব্জি ছিল নাস্তার মেন্যুতে।এছাড়াও  ছিল সার্বক্ষণিক চা ও কফির  ব্যাবস্তা ।

এঁর পর একক গানের পরিবেশনা নিয়ে আসেন স্কুলের সাজ্জাদ চৌধুরী মাছুদ মিথুন। তবলায় সার্বিকভাবে সহায়তা করেন বিজয়। তাদের মনমুগ্ধ সুরের মূর্ছনার আর পিঠা-পুলি এবং চা-কফির আড্ডার উৎসব দুপুর গড়াতেই শেষ হয়ে গেল।

এই পিঠা মেলা থেকে বিক্রিত সমুদয় অর্থ বাংলা স্কুলের উন্নয়নের কাজে ব্যয় করা হবে।