অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সদস্য তালিকা প্রকাশ

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সদস্য তালিকা প্রকাশ

: অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সদস্য তালিকা প্রকাশ NA Naiem Abdullah Reply| Today, 9:47 PM You Photos 2 attachments (583 KB) Download all Save all to OneDrive - Personal অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সদস্য তালিকা প্রকাশ: অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সদস্য তালিকা প্রকাশ NA Naiem Abdullah Reply| Today, 9:47 PM You Photos 2 attachments (583 KB) Download all Save all to OneDrive - Personal অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সদস্য তালিকা প্রকাশ

নাইম আবদুল্লাহ: অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের নতুন সদস্য পদে আবেদনের শেষ তারিখ ছিল ২০ নভেম্বর। নির্ধারিত সময়ের পর আজ ২১ নভেম্বর কাউন্সিলের কার্য সম্পাদন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহব্বায়ক বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্য সচিব মোহাম্মেদ আবদুল মতিন সকল আবেদনপত্র উপস্থাপন করেন। কার্য সম্পাদন কমিটির অপর তিন সদস্য ড. রতন কুন্ডু, মোহাম্মাদ রেজাউল হক ও নাইম আবদুল্লাহ সহ আবেদনপত্র বাছাই শেষে সন্মানিত সদস্যদের (ফিন্যান্সিয়াল/ নন ফিন্যান্সিয়াল) নিম্নলিখিত তালিকা প্রকাশ করা হয়।
কাউন্সিলের সন্মানিত সদস্যগণ হলেন, মোহাম্মেদ আসলাম মোল্লা (বাংলা বার্তা), মোহাম্মাদ আবদুল্লাহ ইউসুফ শামীম, (সুপ্রভাত সিডনি), বদরুল আলম (দেশ বিদেশ), আকিদুল ইসলাম (বাসভূমি টেলিভিশন), মোহাম্মেদ আবদুল মতিন (বিদেশবাংলা ২৪ ডট কম), নাইম আবদুল্লাহ (দেশ বিদেশ), ফজলে রাববি (সুপ্রভাত সিডনি), রাশেদ শ্রাবণ (এনটিভি অস্ট্রেলিয়া), মোহাম্মদ রেজাউল হক (আপডেট বিডি নিউজ), ড. কাইউম পারভেজ (অথর, লেখক ও কলামিস্ট), ড. রতন লাল কুণ্ডু (অথর, লেখক ও কলামিস্ট), শিবলী আবদুল্লাহ (অথর, লেখক ও গবেষক), আরিফুল ইসলাম খাদেম (অথর, লেখক, কলামিস্ট), আজাদুল আলম (লেখক) ইসহাক হাফিজ (অথর ও লেখক), হায়াত মাহমুদ (কবি), ড. এনামুল হক (ডেইলি অবজার্ভার), মোর্শেদা রওশন সরকার (আপডেট বিডি নিউজ), কাজী সুলতানা শিমি (ভোরের কাগজ), শায়লা শারমিন নিপা (স্বাধীন কণ্ঠ), আবদুল আউয়াল (স্বাধীন কণ্ঠ), কাজী আরমান (স্বাধীন কণ্ঠ), আতিকুর রহমান শুভ (প্রশান্তিকা), মোহাম্মাদ হুদা (দ্য পেন অ্যান্ড পেপার), মোহাম্মেদ আলতাফ হোসেন (ইসলামি বেতার), মোহাম্মাদ বেলাল হোসেন ঢালী (বিদেশবাংলা ২৪ ডট কম), মো: আবু তারিক (সিডনি বেঙ্গলিজ ডট কম),  সুহৃদ সোহান (বাসভূমি টেলিভিশন), কাজী এনামুল ইসলাম (বাংলাকথা ডট কম), মিজানুর রহমান সুমন (সুপ্রভাত সিডনি), মোহাম্মাদ হোসেন সারোয়ার (এনটিভি অস্ট্রেলিয়া), আশিফুল ইসলাম (আপডেট বিডি নিউজ), এইচ এম মহসিন (বিএফএ ভয়েস), মোহাম্মদ রাকিবুল হাসান (সুপ্রভাত সিডনি), বিপুল রায় ( ফ্রি ল্যান্স ) ও সৈয়দ ফাওযুল আজীম।
এছাড়াও কিছু আবেদনপত্র বিশেষ বিবেচনাধীন রাখা হয়েছে। নতুন কার্যকরী পরিষদ গঠিত হওয়ার পর ঐ কমিটি এই বিষয়ে পূর্নাঙ্গ সিদ্ধান্ত গ্রহন করবেন।

সদস্যদের নাম ঘোষণার পর সংগঠনের আহব্বায়ক বদরুল আলম ও সদস্য সচিব মোহাম্মেদ আবদুল মতিন তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, প্রেস ও মিডিয়া ব্যক্তিদের অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। তারা সন্মানিত সদস্যদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে একসাথে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যাক্ত করেন।