ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে একুশের প্রভাত ফেরী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে একুশের প্রভাত ফেরী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কাজী আশফাকুর রহমান :  ক্যাম্বেলটাউন বাংলা স্কুল  প্রতিবারের মত এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে(একুশে ফেব্রুয়ারি) ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে। গত ১৯ ফেব্রুয়ারি রবিবার স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রী,শিক্ষক,অভিভাবক,আমন্ত্রিত অতিথি এরং স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে ভাষা শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল দশটায় শুরু হওয়া প্রভাত ফেরী পুরো স্কুল প্রদক্ষিন করে শহীদ মিনারের বেদীমূলে পুষ্পস্তবক অর্পণ করে।অনুষ্ঠানের এই পর্যায়ে এক সংক্ষিপ্ত আলোচনায় একুশের তাৎপর্য ব্যাখ্যা করেন স্কুলের অন্যতম প্রতিষঠাতা এবং উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আবদুল জলিল ও বাংলা প্রসার কমিটির সভাপতি জনাব রফিকুল ইসলাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক জনাব আবু তারিক। ধন্যবাদ জ্ঞাপন করেন  সভাপতি জনাব মাসুদ চৌধুরী।

সাংস্কৃতিক অনুষঠানের শুরুতে  স্কুলের প্রতিষ্ঠাতা জনাব নাজমুল আহসান খানের রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়। একুশের  অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দের সমন্বয়ে গীতি আলেখ্য ” মাতৃভাষা বাংলা আমার সকল ভাষার সেরা” পরিবেশিত হয়। সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক
অনুষ্ঠান পর্বের সমাপ্তি ঘটে। পুরো পর্বটি পরিচালনা করেন  সাংস্কৃতিক সম্পাদক জনাব সাজ্জাদ চৌধুরী এবং  জনাব মাসুদ হোসেন মিথুন। সংগীতে আরও ছিলেন জনাব ফয়সাল খালিদ, তবলায় সংগত করেন জনাব বিজয় সাহা। উপস্থাপনায় ছিলেন স্কুলের অধ্যক্ষ রোকেয়া আহমেদ।

সবশেষে সবার মধ্যে হালকা খাবার এবং পানীয় পরিবেশন করা হয়। ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সব বাংলা ভাষাভাষী ছেলেমেয়েদের মাতৃভাষা এবং আমাদের নিজস্ব সংস্কৃতি শিক্ষা দানের জন্য উন্মুক্ত থাকে।