বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কার করে বাংলাদেশ সরকারের হাতে হস্তান্তরের দাবিতে আওয়ামী লীগ- কানাডার উদ্যোগে এক মানববন্ধন, প্রতিবাদ সভা এবং গণ স্বাক্ষরের আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গত শনিবার।
মন্ট্রিয়ল থেকে সিবিএনএ জানায়, স্থানীয় পার্ক এক্সটেনশন এলাকার মেট্রোর পাশে এই গণস্বাক্ষর এবং মানববন্ধনে বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া, মুক্তিযুদ্ধের গবেষক তাজুল মোহাম্মদ, আওয়ামীলীগ নেতা শ্যামল দত্ত, মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান, ফনিভূষণ ভট্টাচার্য, ইতরাদ জুবেরী সেলিম, অমলেন্দু ধর, বাবলা দেব, জিয়াউল হক জিয়া প্রমুখ।
বক্তারা কানাডা একটি মানবাধিকারের দেশ, এ দেশে আত্মস্বীকৃত খুনির আশ্রয়স্থল হতে পারেনা বলে মন্তব্য করে অনতিবিলম্বে নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য কানাডার প্রধান মন্ত্রীর কাছে জোর দাবি জানান। (ইত্তেফাক)