বাংলাদেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং জনপ্রিয় উপস্থাপক আসাদ চৌধুরী এখন অস্ট্রেলিয়াতে !

বাংলাদেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং জনপ্রিয় উপস্থাপক আসাদ চৌধুরী এখন অস্ট্রেলিয়াতে !

বাংলাদেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং জনপ্রিয় উপস্থাপক আসাদ চৌধুরীর নাম শুনলেই মনে পড়ে যায় তাঁর জনপ্রিয় মুক্তিযুদ্ধের কবিতা- “নদীর জলে আগুন ছিলো, আগুন ছিলো বৃষ্টিতে, আগুন ছিলো বীরাঙ্গনার উদাস-করা দৃষ্টিতে” এবং একুশের কবিতা “ফাগুন এলেই”।

সম্প্রতি আমাদের সবার প্রিয় এই কবি মেলবোর্নে আসেন বাংলা সাহিত্য সংসদের আমন্ত্রণে। মেলবোর্নের অনুষ্ঠান শেষে তিনি এবং তাঁর স্ত্রী গত ১লা জুন ক্যানবেরা আসেন ভাগ্নী জেবিন এর বাড়ীতে কিছুটা একান্ত পারিবারিক সময় কাটানোর জন্য। ৩রা জুন শনিবার তিনি বাংলাদেশ হাই কমিশন আয়োজিত কমিউনিটি ইফতার পার্টিতে অনানুষ্ঠানিকভাবে উপস্থিত হন এবং ক্যানবেরাবাসীদের সাথে কুশল বিনিময় করেন।

গত রবিবার জেবিন এবং সাইফুল কবিকে ঘিরে খুব ছোট্ট পরিসরে একান্ত ঘরোয়াভাবে একটি আড্ডার আয়োজন করে। তাদের বাসায় অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন মান্যবর হাই কমিশনার জনাব কাজী ইমতিয়াজ হোসেন। ঘরোয়া এই আড্ডায় কবির প্রিয় কিছু গান গেয়ে শোনায় অভিজিত, প্রিয়াংকা এবং জেবিন। তার সেই বিখ্যাত কবিতা ‘তখন সত্যি মানুষ ছিলাম’ থেকে কিছু অংশ পাঠ করে শুনান ড: এজাজ আল মামুন। কবি এই সময় তাঁর এই কবিতা লিখার ইতিহাসও বর্ণনা করেন।

তিনি আরও বলেন উনার কবিতাগুলো সব বাস্তব অভিজ্ঞতার আলোকে লিখা- কাল্পনিক কিছু নেই। সবশেষে সবার অনুরোধে কবি নিজের লিখা ৪টি কবিতা আবৃত্তি করে শুনান। পুরোটা সময় জুডে কবি এবং তাঁর স্ত্রীর আন্তরিকতা এবং স্বত:স্ফুর্ততা সবাইকে বিমোহিত করে।

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে কবির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

(স্বপ্না শাহনাজ , ক্যানবেরা)