কাজী আশফাকুর রহমান : ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র রমজানের শিক্ষা প্রবাসে বেড়ে ওঠা ছেলেমেয়েদের দিতে এবং নিজেদের জীবনে এর প্রয়োগ ঘটানোর মানসিকতা নিয়ে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতিবছর স্কুল প্রাঙ্গণে ইফতারের আয়োজন করে থাকে। মানবিক মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা,পরমতসহিষ্ণুতা আর সমতার চর্চা অব্যাহত রাখতে বাংলা স্কুল ধর্ম বর্ণ নির্বিশেষে এই সার্বজনীন অনুষ্ঠান তাদের নিয়মিত সূচীতে অন্তর্ভুক্ত রেখেছে।
গত ১৮ই জুন রবিবার ছাত্রছাত্রী,শিক্ষক শিক্ষীকা,অভিভাবক,কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় বাংলা ভাষাভাষীরা এই ইফতার আয়োজনে শরিক হন। নির্দিষ্ট সময়ের বেশ আগেই আমন্ত্রিতরা উপস্থিত হয়ে অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন।
সেদিনের রকমারি সুস্বাদু খাবারের এক আকর্ষণীয় পরিবেশনা উপস্থিত সবাইকে পরিতৃপ্ত করে।
পরে মাগরিবের নামাজে গোটা মানবকূলের শান্তি ও সমৃদ্ধি কামনা করে পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করা হয়। নামাজ শেষে রাতের খাবার ও মিস্টান্নের ব্যবস্থা রাখা হয়।
ক্যাম্বেলটাউন বাংলা স্কুল আগামী প্রজন্মের সোনামনিদের মাতৃভাষা আর নিজস্ব সংস্কৃতি শিক্ষা দানের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুনাবলীর দীক্ষা দিয়ে থাকে।