প্রথমবারের মত মেলবোর্ন আওয়ামী লীগের কমিটি গঠিত হয়েছে।

প্রথমবারের মত মেলবোর্ন আওয়ামী লীগের কমিটি গঠিত হয়েছে।

এস এ রহমান অরূপ (বাঁয়ে) ও এহতেশামুল কবীর

বিশ্বের সর্বোৎকৃষ্ট বসবাসযোগ্য শহর মেলবোর্নে আওয়ামী লীগের যাত্রা শুরু হল। গত ২৩ শে জুলাই রোববার স্থানীয় এক মিলনায়তনে প্রথমবারের মত মেলবোর্ন আওয়ামী লীগের কমিটি গঠিত হয়েছে। আন্তর্জাতিক জ্বালানী বিশেষজ্ঞ খন্দকার মালেক সুফিকে প্রধান উপদেষ্টা, কুয়েটের প্রাক্তন সহকারী অধ্যাপক এহতেশামুল কবীরকে সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রহমান অরূপকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বিগত বছরগুলোতে মেলবোর্নে অবস্থিত সর্বোস্তরের আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠীর মধ্যে সুদীর্ঘ আলোচনার ফলস্বরূপ এই কমিটি আত্মপ্রকাশ করল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতৃবৃন্দ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়া বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখার সংকল্প ব্যক্ত করা হয়। এ লক্ষ্য অর্জনে মেলবোর্ন আওয়ামী লীগ  অস্ট্রেলিয়া-বাংলাদেশের মধ্যে সুনিবিড় সম্পর্ক স্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ।

কমিটির পূর্ণাঙ্গ তালিকা:

প্রধান উপদেষ্টা: খন্দকার মালেক সুফি

সভাপতি: এহতেশামুল কবীর

সহসভাপতি: ড. কাইয়ুমুউজ্জামান মোল্লা
মাহমুদ কায়সার
সজল অধিকারী

সাধারণ সম্পাদক : এস এ রহমান অরূপ
সহসাধারণ সম্পাদক : কুদরত এ এলাহী
মেহেদি হাসান
সাংগঠনিক সম্পাদক : ইমতিয়াজ চৌধুরী
তানভীর আহমেদ
আন্তর্জাতিক সম্পাদক : মামুন হক
ক্রীড়া সম্পাদক : বদিউর রহমান
সাংস্কৃতিক সম্পাদক : মাহরুন্নেছা রুনা
মহিলা বিষয়ক সম্পাদিকা : শিখা মন্ডল
প্রচার সম্পাদক : জুবায়দুল জেকব
সহ প্রচার সম্পাদক : মাহবুবে সোবহানী
সমাজ কল্যাণ সম্পাদক : এমরানুর রহমান
কার্যকরী সদস্য :
১. লিটন সরকার
২. বিবেকানন্দ গোপ
৩. জেমস খান
৪. রিদওয়ান রহমান
৫. অনন্যা চক্রবর্তী
৬. মিজানুর রহমান
৭. মোজাহেদুর রহমান
৮. বদরুল মাসুদ।

(বিজ্ঞপ্তি)