২৭ এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় সংগীতশিল্পী শানের গান ‘কন্যা রে’। গানটি দেখা হয়েছে ৫৮ লাখেরও বেশি।
শান বললেন, ‘এটা সত্যিই বড় পাওয়া। এজন্য ধন্যবাদ পাবেন দর্শকরা। কৃতজ্ঞতা প্রকাশ করছি ধ্রুব মিউজিক স্টেশনের প্রতি।’
গানটি লিখেছেন ও সুর করেছেন এমআর খান। সংগীতে ছিলেন রোকন ইমন।
গানটির ভিডিওতে অভিনয় করেছেন শিল্পী শান ও সুস্মিতা। আর গল্পটি গল্প লিখেছেন মৌমিতা বিশ্বাস। পরিচালনা করেছেন সুব্রত সরকার।
গানের ভিডিওতে একটি হিন্দু পরিবারের গল্প তুলে ধরা হয়েছে।