বৃষ্টিতে রাজপথে শিশুদের সঙ্গে ফুটবল খেললেন ডেল স্টেইন

বৃষ্টিতে রাজপথে শিশুদের সঙ্গে ফুটবল খেললেন ডেল স্টেইন

অনলাইন ডেস্কঃ ২৫ জুলাই ২০১৫

বৃষ্টির বাধায় চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা দল হোটেল র‍্যাডিসনেই ছিল। কেউই হোটেল থেকে বের হননি। কিন্তু ব্যতিক্রম ছিলেন ডানহাতি পেসার ডেল স্টেইন। সব প্রটোকল ভেঙে বৃষ্টিতে ভিজে চট্টগ্রামের রাজপথে শিশুদের সঙ্গে ফুটবল খেলেছেন তিনি।

শুক্রবার সকালে হোটেল র‍্যাডিসনের ও চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের পাশের রাস্তায় স্থানীয় শিশুরা ফুটবল খেলছিল। হোটেল থেকেই বিষয়টা দেখেছিলেন স্টেইন। চলে এলেন স্থানীয় শিশুদের সঙ্গে ফুটবল খেলতে।

খেলায় পরিত্যক্ত ঘোষণা হওয়ার বেশ কিছুক্ষণ পর বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত স্থানীয় শিশুদের সঙ্গে ফুটবল খেলেছেন দক্ষিণ আফ্রিকা দলের এ পেসার।

প্রোটিয়া দলের লিয়াজোঁ অফিসার হাসানুজ্জামান ঝড়ু জানিয়েছেন, ‘মূলত মজা করেই শিশুদের সঙ্গে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলেছেন স্টেইন। তা প্রটোকলের বাইরে হলেও তাঁর জন্য যথেষ্টই নিরাপত্তার ব্যবস্থা ছিল। তা ছাড়া সেই এলাকাটি সব সময়ই নিরাপত্তার বলয়ে ঢাকা থাকে।’

ফুটবল খেলার বিষয়টি স্টেইন টুইটারে পোস্ট করেছেন। তিনি জানান, ‘আমার হোটেল রুম থেকে দেখেছিলাম, রাস্তায় বৃষ্টিতে ভিজে কিছু শিশু ফুটবল খেলেছে। তাই তাদের সঙ্গে খেলতে চলে গেলাম।’

(সুত্রঃ এনটিভিবিডি)