অস্ট্রেলিয়া প্রবাসী ড. আবদুল হকের আকস্মিক মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছাঁয়া

অস্ট্রেলিয়া প্রবাসী ড. আবদুল হকের আকস্মিক মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছাঁয়া

নাইম আবদুল্লাহঃ হ্যাসেল গ্রোভ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ বিশিষ্ট সমাজ সেবক ও বন্ধুবৎসল ব্যক্তিত্ব প্রকৌশলী ডঃ আব্দুল হক(৭০)আজ (শনিবার) সকাল সাড়ে ১১ টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। এর আগে আজ সকালে তিনি বাথরুমে পড়ে গেলে দ্রুত তাকে ওয়েস্টমিড হাসপাতালে ভর্তি করা হয়।

মরহুমের লাশ ল্যাকাম্বাস্থ হিমাগারে রাখা হয়েছে। আগামীকাল ২৮শে আগস্ট (রোববার) দুপুর ১টায় বাদ জোহর কোয়েকার্সহিলে অবস্থিত (৩৭ ডগলাস রোডস্থ 37 Douglas Road) “কোয়েকার্সহিল মসজিদে” মরহুমের নামাজে জানাজার পর রিভারস্টোন কবরস্থানে তাকে সমাহিত করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে পাঁচ নাতি-নাতনিসহ তিনি বহু গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পরিবারবর্গ নামাজে জানাজায় অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফেরাত কামনার অনুরোধ জানিয়েছেন। বিস্তারিত জানবার জন্য যোগাযোগ করা যাবে: শফিকুর রহমান 0433 069 015, ড. কাইউম পারভেজ (0414 609 845)

কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের অগ্রদুত পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার মরহুম হক সিডনিতে একটি কোচিং সেন্টার পরিচালনা সহ প্রতিবছর তিনি প্রবাসী বাংলাদেশী ট্যালেণ্ট শিক্ষার্থীদের (ওসি ও সিলেক্টিভ) সম্মামনা প্রদান চালু করেছিলেন।

রিভারস্টোন কবরস্থানে মুসলমানদের কবরের জায়গা নির্ধারণসহ আনুসাঙ্গিক ব্যাবস্থা গ্রহনের ব্যাপারে তিনি অন্যতম একজন উদ্যোক্তাসহ মর্নিং টি’র মাধ্যমে আহসানিয়া মিশনকে ফাণ্ড সংগ্রহ ও প্রদানসহ কোয়েকার্স হীল মসজিদের একজন প্রতিষ্ঠাতা সদস্য।

মরহুম ড. আবদুল হকের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছাঁয়া নেমে আসে। অস্ট্রেলিয়ার বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।