ব্রিসবেনে মাতালেন সাবিনা ইয়াসমিন

ব্রিসবেনে মাতালেন সাবিনা ইয়াসমিন

বিদেশের মাটিতে বসে বিখ্যাত গায়িকা সাবিনা ইয়াসমিনের গান সরাসরি উপভোগ করার সুয়োগ! সেই কারণে হয়তো সবাই শিহরিত। কিছুক্ষণ পরপর মুহুর্মুহু করতালিতে মুখর হচ্ছে পুরো অডিটোরিয়াম। অবশেষে ব্রিজবেনে প্রবাসী বাংলাদেশিরা এই সুযোগ পেল দীর্ঘ কুড়ি বছর পর। গত শনিবার (৩১ মার্চ) সন্ধ্যায় প্রবাসী ডাক্তারের সংগঠন সোসাইটি অব বাংলাদেশি ডক্টরস ইন কুইন্সল্যান্ড (এসবিডিকিউ) আয়োজিত সাবিনা ইয়াসমিন লাইভ ইন ব্রিজবেন ২০১৮ শীর্ষক কনসার্টে মনমাতানো জনপ্রিয় গান গুলি গেয়ে শোনান বিখ্যাত গায়িকা সাবিনা ইয়াসমিন।
স্থানীয় ইউনিডাস কমিউনিটি অ্যান্ড কনফারেন্স সেন্টারে আয়োজিত এই কনসার্টে সাবিনা ইয়াসমিন দুই ঘণ্টারও বেশি সময় ধরে জনপ্রিয় সব গান গেয়ে দর্শক মাতিয়ে রাখেন। স্বাধীনতার মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘সব কটা জানালা খুলে দাও না’ শীর্ষক জনপ্রিয় গান দিয়ে তাঁর পরিবেশনা শুরু করেন। নিজস্ব তালিকা ছাড়াও দর্শকদের অনুরোধে ‘এই মন তোমাকে দিলাম’, ‘ইশরায় শিষ দিয়ে’, ‘একটুস খানিক বল ভালোবেসে বউ বলে ডাকো’সহ একে একে প্রায় ২০টি গান গেয়ে শোনান তিনি।
কনসার্ট শুরুর আগে এসবিডিকিউর বর্তমান নির্বাহী কমিটির সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম বায়েজিদ তাঁর বক্তব্যে সকল দর্শকদের স্বাগত জানান। ড. এলিন শারমিনের উপস্থাপনায় এই অনুষ্ঠানে বিগত এক বছরের সংগঠনের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ড. গোলাম সারোয়ার।
গান শেষ হওয়ার পর সংগঠনের প্রেসিডেন্ট ড. ফাতেমা আশরাফি সাবিনা ইয়াসমিনকে স্মারক উপহার তুলে দেন। এই পর্যায়ে সাবিনা ইয়াসমিন ব্রিসবেনে তাঁকে দেওয়া আতিথেয়তায় মুগ্ধ হয়ে ড. মোহাম্মদ কাজলকে উপহার প্রদান করেন। পরে সহসভাপতি ড. নাজনীন নীলার ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়। অনুষ্ঠানের অনলাইন টিকিটি বিক্রয়সহ অন্যান্য সকল কারিগরি সহায়তা দেয় ঢাকা মেলা ডটকম।

ফারুক রেজা, ব্রিসবেন, অস্ট্রেলিয়া।