ফিরতেই হবে যে !

ফিরতেই হবে যে !

এইসব নিমিত্ত ব্যঞ্জন আর বৈভবের আলিঙ্গন ছেড়ে

যাচ্ছি এক বৈষ্ণবের আশ্রয়ে,

গেরুয়া বসনে হবে চৈতণ্যর পুথিপাট

আমি ফিরছি আবার আদিম প্রহরে,

ভালোবাসা যেখানে ব্যর্থতার গল্প নয়-

মায়া আর মায়-হীণতা ঝাপসা নয়

কুয়াশার মতো।

লুকানো পুর্নতায় আপ্লুত হবে আপাতমস্তক

কষ্টের রং মিলেমিশে বাজবে বিরহ রাগিণী,

শুদ্ধ হবে চারপাশ।

বিষণ্ণ স্বীকারোক্তিতে মলিন হবেনা কোন

অপুর্নতার মেরু। স্মর্তব্য,

আমি ফিরছি, ফিরতেই হবে যে !

কাজী সুলতানা শিমি
কাজী সুলতানা শিমি