কাউসার খান:সম্প্রতি অ্যাডিলেডে হয়ে গেল প্রবাসী বাংলাদেশীদের জাঁকজমকপূর্ণ এক ঈদ পূর্ন্মিলনী অনুষ্ঠান। সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশী কমিউনিটি (সাবকা) আয়োজিত এ অনুষ্ঠানে দর্শক ছিল কানায় কানায়।
শিশু ও অন্যান্য শিল্পীদের নাচ,গান, আবৃত্তি ও যন্ত্রসঙ্গীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এ ছাড়া, জেসমিন আরা রুপার লেখা ও পরিচালনায় রম্যনাটক ‘ইন্টারভিউ’, ফ্যাশন শো, আই সেন্ড কুইজ এবং নিউজ উপস্থিত দর্শকরা উপভোগ করার পাশাপাশি অ্যাডিলেডের বাংলাদেশি ব্যান্ডদল রঙের গানও দর্শকদের মাতিয়ে তুলে।
অনুষ্ঠানে দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রিমিয়ারের সহকারী মন্ত্রী জিংলি, আনলী সিটি কাউন্সিলের মেয়র পিটার হিউজসহ অন্যান্য অনেক বিশিষ্ট বাংলাদশি উপস্থিত ছিলেন।
অ্যাডিলেড থেকে টেলিফোনে আয়োজক সংগঠনের সভাপতি মাহবুব সিরাজ তুহিন বলেন, প্রবাস জীবনে একটু দেশের আমেজ নিয়ে আসার জন্য সাবকার এই আয়োজন।