আগামী ৯ই ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৬টায় ব্যাংকসটাউন আর্ট সেন্টারে (৫, অলিম্পিক প্যারেড রোড ,ব্যাঙ্কসটাউন ) “বাংলা আর্ট এক্সিবিশন”” নামে আবারও আয়োজন করা হচ্ছে বাংলা লোকউৎসব। এবার লোকউৎসবে থাকছে গান, কবিতা , নাচ এবং মঙ্গল সর্দারের লাঠিয়াল খেলা।
এই প্রসঙ্গে উল্লেখ্য যে ,অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশের শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনের আয়োজন করার জন্য সিডনিতে প্রতি বছর একাধিক আর্ট এক্সবিশন করে আসছে বাংলা হাব নামে এই সংগঠনটি। বিগত বছরগুলোতে বাংলা আর্ট এক্সবিশনে লোকশিল্প চর্চার পাশাপাশি তারা প্রদর্শনা করে আসছে চিত্রকলা, আলোক চিত্র, ভাস্কর্য, ঐতিহ্যবাহী নকশীকাঁথা, পটচিত্র,বিভিন্ন লোকজ ও কারুশিল্প যা কিনা অস্ট্রেলিয়ান বাংলাদেশী ছাড়াও অন্যান্য কমিউনিটির লোকজনকে আকৃষ্ট করে আসছে। বিগত প্রদর্শনীতে বড়দের শিল্পকর্মের পাশাপাশি অস্ট্রেলিয়ায় বেড়ে উঠা শিশু-কিশোরদের শিল্পকর্মও প্রদর্শিত হয়ে থাকে।
বিস্তারিত যোগাযোগের জন্য : Munir Hosain
Convenor, Bangla Art Exhibition – 2019
General Secretary
Bangla Hub Inc.
Contact: + 61 0425368693
Email: munirhosain@gmail.com