তোমার কথা আজো মনে পড়ে,
ভোরের স্বপ্নে তোমার
দেখা কিন্ত
আজো মিলে। আজো আমি
তোমার অপেক্ষায় আছি।
সকালের সোনালী রোদে
আমার মন কেঁদে উঠে
তোমাকে একবার দেখার আশায়।
শিশিরে ভেজা ঘাসের মতই
ভিজে যায় আমার সবর্নাশা মন
তোমাকে একবার দেখবো বলে।
দুপুরের কড়া রোদেও রক্ষা নেই আমার
তোমার জন্য হাহাকার
যেন আরো তীব্র হয়ে জ্বলে।
শেষ বিকেলের নরম আলোয়
কি এক বিষণ্ণতা ছেঁয়ে যায় আমায়,
দুচোখ ভরে যদি তোমাকে না দেখি
যেদিকেই তাকাই শুধুই শূন্যতা,
শূন্যতা আর শূন্যতা।
পৃথিবী থেমে থাকে নি
তুমি আসো নি বলে,
সূর্য উঠা সকাল থেকে
দুপুর গড়িয়ে বিকাল,
আকাশের বুকে সূর্যের হোলি খেলা
সবই চলে দিনের পর দিন।
রাত্রিও নামে পৃথীবির পরে।
কিছুই থেমে থাকে নি তুমি আসো নি বলে।
সময় স্থির থাকে নি তো একটুও!
হকাররা এখন আপা বলে আর পিছু নেয় না।
বয়স হয়েছে যে এখন
চোখের দৃষ্টি কমে গেছে,
বয়সের বলিরেখার তান্ডব
আমার দেহের প্রতিটি ইন্চি তে।
শুধু আমার এই অবুঝ মন
আজো রয়ে গেছে সবুজ,
আজো মনে মনে স্বপ্নের বীজ বোনে,
আজো তোমাকে দেখার জন্য
অপেক্ষা করতে পারি সকাল দুপুর রাত্রিভর।