সিডনি বুটিক ক্লাবের সিডনির বৃহত্তম ঈদ এক্সিবিশন অনুষ্ঠিত !

সিডনি বুটিক ক্লাবের সিডনির বৃহত্তম ঈদ এক্সিবিশন অনুষ্ঠিত !

গত ২৩ মার্চ রবিবার সিডনির মিন্টো ইনডোর স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সিডনির সবচেয়ে বড় ঈদ এক্সিবিশন। সিডনী বাঙ্গালী কমিউনিটি ইনকের তত্ত্বাবধানে সিডনী বাঙ্গালী বুটিক ক্লাব এই ঈদ এক্সিবিশনটির আয়োজন করেন।

ছয় বছর আগে নারী সংগঠক বেগমের সেলিমা ও কয়েকজন বাঙ্গালী নারী উদ্যোক্তাদের নিয়ে গড়ে উঠে তুলেন এই বুটিক ক্লাব। বর্তমানে সিডনির বৃহত্তম নারী উদ্যোক্তা এবং সেরা বুটিক হাউজের সম্মিলিত সংগঠন যারা ক্রেতাদের আস্থার জায়গা তৈরী করেছে বিগত বছরগুলোতে।
আবাহাওয়া ভালো থাকতে দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজারো বাঙ্গালীরা রমজান উপলক্ষ্যে ঈদের কেনাকাটা করতে ইনডোর স্টেডিয়ামে।
উপমহাদেশের সেরা শাড়ি, গহনা, সালোয়ার কামিজ , ছোটদের কাপড় , পাঞ্জাবি , কুর্তি , জুতি ও অন্যান্য ঈদ সামগ্রীর ব্যাপক সমাগম ছিল এই এক্সিবিশনে। ঈদ এক্সিবিশনটি সকাল ১১:৩০টা থেকে শুরু হয়ে রাত ১০:৩০টা পর্যন্ত চলে।
আগামী ২৯ মার্চ সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সিডনি বাঙ্গালী বুটিক ক্লাবের চতুর্থ ঈদ এক্সিবিশন অনুষ্ঠিত হবে গ্রেগ পার্সিভাল হল ইঙ্গেলবার্নে।
গত ২৩ মার্চ এক্সিবিশনে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফেডারেল এমপি এবং হুইপ এনি স্টানলি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের মন্ত্রী অনুলাক চান্টিভঙ্গ, কাউন্সিলর আশিক রহমান এস এবং সম্মানিত অন্যান্য অতিথির মধ্যে আরো উপস্থিত ছিলেন কমিউনিটির নেতৃ বৃন্দদের মধ্যে আওয়ামীলীগ সভাপতি ড. সিরাজুল হক, শাহ আলম,নোমান শামীম, সফিকুল আলম সহ আরও অনেকে।
ডেকরশনে ছিলেন কানিতা হিউম্যানিটি ফার্স্ট। সার্বিক সহায়তায় ছিলেন সিডনী বাঙ্গালী বুটিক ক্লাবের সদস্যবৃন্দ। শব্দ নিয়ন্ত্রণ ও অন্যান্য তত্ত্বাবধানে ছিলেন আতিক হেলাল। ফটোগ্রাফিতে ছিলেন পল তাপস এবং জাহাঙ্গীর আলম।