ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা
==========================
গত ৫ই ফেব্রুয়ারি সিডনিতে ঢাকা ইউনিভার্সিটি এ্যালুমনাই এসোসিয়েশন এর বার্ষিক পূনর্মিলনী অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি জনাব মিজান চৌধুরী তার বক্তব্যের এক পর্যায়ে বলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। কোটি কোটি বাঙালির মত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সারা জীবন যে চোখে দেখে এসেছি তাতে এমন একটি কথা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন। আমরা জানি ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিলো এবং ১৯২৬ ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা প্রদান করে। ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি লিট উপাধিতে ভূষিত করে। তিনি এই বিশ্ববিদ্যালয় স্থাপনে বিরোধিতা করে থাকলে তা কি করে সম্ভব! রবীন্দ্রনাথ কি সংবর্ধনা আর উপাধির জন্য এতটাই লালায়িত ছিলেন যে তার জন্য আত্মসম্মান বিসর্জন দেবেন! জনাব মিজান চৌধুরীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমাদের জানায় কি কোথাও কোন ভুল হচ্ছে? আসুননা ব্যাপারটা একটু তলিয়ে দেখি। এ ব্যাপারে যদি কারো কাছে কোন তথ্য প্রমাণ থাকে তাহলে দয়া করে জানালে খুব খুশি হব। (ছবিঃ বাম থেকে, জনাব মোস্তফা আব্দুল্লাহ, ড. মোঃ আব্দুর রাজ্জাক, জনাব মিজান চৌধুরী, জনাব আনিস মজুমদার)
Comments
“Rabindranath even opposed the establishment of Dhaka University. On 31-3-1912he presided over a meeting of the opponents of Dhaka University hel…See More
১৯০৫ সালের ১৬ অক্টোবর বর্তমান বাংলাদেশ এবং তখনের আসাম ও ত্রিপুরা নিয়ে পুর্ববংগ প্রদেশ গঠিত হয়। এই বংগভংগ রোধের জন্য পশ্চিম বংগের বুদ্ধিজীবী এবং জমিদারেরা যাদের জমিদারি পূর্ব বংগে ছিল তারা প্…See More