নিজস্ব প্রতিনিধিঃ আগামী ৩০শে জুন রোজ শনিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে সিডনির ওয়ালী পার্কের গ্রামীণ চটপটি রেষ্টুরেন্ট ও ফাংশন সেন্টারে ‘হোয়াইট রিবন নাইটস’ প্রোগ্রমের আয়োজন করা হয়েছে। হোয়াইট রিবন অস্ট্রেলিয়া অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদ খোকন প্রতি বৎসর হোয়াইট রিবনের দুটি অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। একটি ২৫শে নভেম্বর ‘হোয়াইট রিবন ডে’ এবং অপরটি ২৮শে জুলাই ‘হোয়াইট রিবন নাইটস’।
শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কাজকেই অস্ট্রেলিয়াতে ‘হোয়াইট রিবন অস্ট্রেলিয়া’ বলা হয়।অস্ট্রেলিয়াতে এই মহৎতী উপলক্ষ্যকে সামনে রেখে এই দিবসকে আয়োজন। অনুষ্ঠান আয়োজন মালায় থাকবে নারী নির্যাতন দূরীকরণ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী। অ্যাম্বাসেডর হোয়াইট রিবন অষ্ট্রেলিয়া সম্পর্কীত প্রশ্নের উত্তর দিবেন। সিডনি বাঙ্গালী কমিউনিটির সেরা দাম্পত্য জীবনের রোল মডেলকে পুরষ্কৃত করা হবে। আর সেরা জুটি তাদের সংসার জীবনের (ডোমেষ্টিক ভায়োলেন্স ব্যাতীত) অভিজ্ঞতা দর্শকদের শেয়ার করবেন। হোয়াইট রিবন নাইটস উপলক্ষ্য কেক কাটা হবে এবং নৈশ্যভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি টানা হবে। উল্লেখ্য যে, অস্ট্রেলিয়াতে বাংলাদেশী কমিউনিটির মধ্যে আবুল কালাম আজাদ খোকনই প্রথম ও একমাত্র হোয়াইট রিবন অস্ট্রেলিয়া অ্যাম্বাসেরডর। আয়োজনস্থলে উপস্থিত থাকবেন হোয়াইট রিবন অষ্ট্রেলিয়া দলের অ্যাম্বাসেডর, অ্যাডভান্স ডাইভারসিটি সার্ভিসেস, হেলথ বিভাগ, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ।