তোমার মাঝে প্রেমের আমন্ত্রণ
তা যেন আপন মনে হৃদয়ের পুকুর থেকে বয়ে যাওয়া হাওয়া
তা যেন কেবলি নিজের সঙ্গে নিজের কথা বলা আর ভালো লাগা
প্রেম যেন শুধুই নিজেকে ভালোবাসা আর মিথ্থ্যে করে ভাবা ভালোবাসি তোমায়
প্রেম কখনোবা এক ফালি চাঁদ দেখে মিষ্টি হেসে আবারো কেঁদে ফেলা
কখনোবা ভীষণ দুরন্ত ওই পথচলা
বিনা কারণে এলো মেলো বায়না করা
কিংবা অনেক যত্নে রাখা একটা পুরোনো শাড়ী
প্রেম যেন রেখে দিয়ে যায় অগোছালো ওই ঘরটিতে একগোছা দোলনচাঁপা
আর ঘরের এক কোণে পরে থাকা হারমোনিয়ামে সুর
বাগানের টবে একটি সতেজ চাড়া
জীবনের সব না পাওয়া গুলোকে ধুয়ে মুছে সুগন্ধি ছড়িয়ে যাওয়া
প্রেমের অস্তিত্ব শুধু এই মাটিতে, বনে-বাদাড়ে
আর ওই পাহাড়ের গা ঘেঁষে উষ্ণ ঝর্ণা ধারায়
সাগরের উত্তাল স্রোতে আর ঝিনুকের বুকে
এবং ওই শিশুর কান্নায় ||
৮ জুলাই ২০১৮