আজ মেলবোর্নে ঈদ-বাজার

আজ মেলবোর্নে ঈদ-বাজার

মামুন বদরুদ্দোজা পলাশ: সামনে আসছে কোরবানির ঈদ, সম্ভবত ১১ কিংবা ১২ই অগাস্ট | এই প্রবাসে মেলবোর্নে হালাল মাংস আর বাংলা দোকানগুলোতে শুরু হয়ে গেছে কুরবানীর অর্ডার নেয়া | অনেকে বিভিন্ন ফার্মহাউসে কুরবানীর ব্যবস্তা করেন অনেকটা দেশীয় স্টাইলে | কেউবা দেশেও কুরবানীর টাকা পাঠান | কেউকেউ সপরিবারে গেছেন বা যাচ্ছেন দেশে ঈদ উপলক্ষে বাবা-মা এবং অন্য নিকটআত্মীয়দের সাথে ঈদ করার অভিপ্রায়ে| সে যাই হোক, কুরবানীর ঈদের প্রস্তুতির অন্য একদিক ঈদবাজার বা ঈদশপিং | সেজন্যই প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঈদ বাজারের আয়োজন, শনিবার ২৭শে জুলাই সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত | উদ্যোগে “ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন ভিবিসিএফ”-এর অঙ্গ সংগঠন প্রবাস-ধ্বনি |

আয়োজনের স্থান মেলবোর্নের ওয়েস্ট-এ বাংলাদেশিদের অতি পরিচিত ভেন্যু “উইন্ডহ্যাম পার্ক কমিউনিটি সেন্টার, ওয়েরিবি” | প্রায় ২৫টি মতো স্টলে আয়োজিত এই মেলায় পনেরোটির মতো বুটিক ও জুয়েলারি শপ অংশ নিচ্ছে, একই ছাদের নিচে বসবে তাদের নতুন ডিজাইনের পসরা সাজিয়ে | সেই সাথে থাকছে মুখরোচক দেশি খাবারের স্টল | এই আয়োজন সফল করার সকল প্রস্তুতি সম্পন্ন প্রায় | বরাবরে মতো এবারো মেলবোর্নেবাসি বাংলাদেশী ও পাক-ভারতের মানুষজন ব্যাপকভাবে ঈদবাজারে অংশ নিবে বলে আশা করা যাচ্ছে |