অনলাইন ডেস্ক: ২৯ জুন ২০১৫
বাংলাদেশের চলচ্চিত্রের অনন্য পুরুষ নায়করাজ রাজ্জাক গুরুতর অসুস্থ। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যন্ত্রের সাহায্যে কৃত্রিম উপায়ে তার শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে গেলে গত শনিবার সন্ধ্যায় রাজ্জাককে ওই হাসপাতালে নিয়ে আসা হয় বলে তার ছোট ছেলে সম্রাট জানিয়েছেন। হাসপাতালটির চিফ অব কমিউনিকেশন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার ইত্তেফাককে জানান, রাজ্জাকের শ্বাসকষ্ট হচ্ছে। তার ফুসফুসে পানি জমেছে। সে কারণে তার শ্বাস নেয়ার ক্ষমতা কমে গেছে। এ অবস্থায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে।
রাজ্জাক ইউনাইটেড হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আদনান ইউসুফের তত্ত্বাবধানে রয়েছেন। রাজ্জাকের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে বাপ্পারাজ। নায়করাজের অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়তেই সারাদেশের মানুষ তার সর্বশেষ অবস্থা জানতে উদগ্রীব ও উত্কণ্ঠিত হয়ে ওঠে। (সুত্রঃ ইত্তেফাক : ২৯ জুন ২০১৫)