তৃতীয়বারের মতো বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন্সিপের শিরোপা জিতলেন উসাইন বোল্ট

তৃতীয়বারের মতো বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন্সিপের শিরোপা জিতলেন উসাইন বোল্ট

অনলাইন ডেস্কঃ ২৪ আগস্ট ২০১৫

সেকেন্ডের শতভাগের একভাগ সময়ের ব্যবধানে জাস্টিন গ্যাটলিনকে হারিয়ে পুরুষদের ১০০ মিটার দৌড়ে বেইজিংয়ের ওয়ার্ল্ড এ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন্সিপের শিরোপা জিতে নিয়েছেন উসাইন বোল্ট।

মৌসুমের সেরা ৯.৭৯ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন্সিপের শিরোপা জিতলেন জ্যামাইকান তারকা বোল্ট।

৩৩ বছর বয়স্ক মার্কিন তারকা গ্যাটলিন টানা ২৮ টি দৌড়ে অপরাজিত ছিলেন এবং ফাইনালে তাকেই ফেভারিট হিসেবে ধারনা করা হচ্ছিল। সেমি-ফাইনালেও তিনি ৯.৭৭ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন।

তবে ২৯ বছর বয়স্ক বোল্ট ফাইনালের শুরুটা ভাল করেন এবং তার ক্যারিয়ারের নবম বিশ্ব স্বর্ণপদক জয় করে নেন।

৯.৯১১ সেকেন্ড দৌড়ে যুক্তরাষ্ট্রের ট্রেভন ব্রমওয়েল এবং কানাডার আন্দ্রে ডি গ্রাস যৌথভাবে ব্রোঞ্জ পদক জয় করেন। ( সুত্রঃ বিবিসি বাংলা)