ঈদ এসেছে

ঈদ এসেছে

 

নীল আকাশে, চাঁদ উঠেছে,

খুশীর ঈদের, বান ডেকেছে ।

দলে দলে, কাঁধ মিলিয়ে,

এসো, ঈদগাঁতে যাই।

ছোট -বড়,  ধনী-গরীব,

নাই ভেদাভেদ নাই ।

 

ঈদ গাঁ থেকে ঘরে এসে,

মিষ্টি – মিঠাই খাবো ঠেসে।

ঈদের দিনে দাওয়াত  নয়,

সবার দুয়ার খোলা  রয়।

 

কন্যা যাচ্ছে বাপের বাড়ী,

বাবা কিনছেন গহনা শাড়ি।

গিন্নি ঘরে আছেন যারা,

রান্না নিয়ে ব্যাস্ত তারা।

 

ঈদের দিনে বিবাদ নয়,

রাগ-হিংসা ভুলতে হয়।

 

প্রাচুর্য আর দম্ভে যেনো

না থাকি ঘিরে-

ঈদ আসে তাই বছর ঘুরে-

সবার ঘরে ঘরে।

 

——————————————

hayatmamud

 

 

 

 

কবিঃ হায়াত মাহমুদ, সিডনি থেকে ( ২৭ আগস্ট ২০১৫)