সিডনিতে গণসচেতনা বৃদ্ধির লক্ষে পুলিশ সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের বৈঠক

সিডনিতে গণসচেতনা বৃদ্ধির লক্ষে পুলিশ সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের বৈঠক

নাইম আবদুল্লাহ: গত ১৮ই জুন (শনিবার) দুপুর ২টায় ম্যাক্যায়রীফিল্ড পুলিশ স্টেশনে বাংলাদেশী কমিউনিটিতে “হোয়াইট রিবন দিবস” এর গণসচেতনা বৃদ্ধির লক্ষে সাংবাদিক, পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়।
ম্যাক্যায়রীফিল্ড লোকাল এরিয়া কমান্ডের ক্রাইম প্রতিরোধ অফিসার ডেভিড ব্লোম এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত এই সভায় অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের আহব্বায়ক, সদস্য সচিব সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশী অস্ট্রেলিয়ান ওয়েল ফেয়ার সোসাইটির উপদেস্টা ইসমাইল মিয়া, সভাপতি মতিউর রহমান খান, সাধারণ সম্পাদক মুনির হোসেনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পরিচয় পর্ব, উপস্থিতি স্বাক্ষরের পর হোয়াইট রিবন দিবস, ক্লেমোর কানেক্ট ও কমিউনিটি ইভেন্ট নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে আগামী ২৫শে নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ব হোয়াইট রিবন দিবসের (White Ribbon Day) গনসচেতনা বৃদ্ধির বিষয় প্রধান আলোচ্য বিষয় হিসেবে স্থান পায়।
হোয়াইট রিবন ডে  সমগ্র বিশ্বব্যাপী একটি আন্দোলন যার লক্ষ্য হচ্ছে নারীদের উপর পারিবারিক সহিংসতা বন্ধ করা।  ১৯৮৯ সালে কানাডার কুইবেক প্রভিন্সের একটি পলিট্যাকনিক্যালে ঢুকে এক বন্দুকধারী প্রায় ১৪ জন নারীকে হত্যা করেছিল। সে প্রথমেই নারী এবং পুরুষদের আলাদা করে, তারা নারীবাদের বিপক্ষে লড়াই করছে এই দাবীতে ক্লাসে উপস্থিত নয়জন মেয়েকে লক্ষ্য করে গুলি ছুড়লে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়। তারপর সে অন্যান্য ক্লাসরুম এবং ক্যাফেটেরিয়ায়ও হত্যাকান্ড চালায়। ১৯৯১ সালে এই লোম ধর্ষক ঘটনার প্রতিবাদে  প্রথমে লন্ডনে হোয়াইট রিবন ক্যাম্পেইন শুরু হয়। এরপর থেকে প্রায় ৬০টি দেশে প্রতি বছর এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।