অক্সিজেনের বদলে লফিং গ্যাস দেয়ায় শিশুর মৃত্যু

অক্সিজেনের বদলে লফিং গ্যাস দেয়ায় শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: অক্সিজেনের বদলে লাফিং গ্যাস দেওয়ার ঘটনায়  ব্যাংকসটাউন লিডকম্ব হাসপাতালের এ ঘটনায় আরেকটি শিশুর অবস্থা সংকটাপন্ন বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। আকস্মিকভাবে ওই ছেলে শিশুটির মৃত্যুর পর একজন চিকিৎসক বিষয়টিকে সামনে নিয়ে আসেন। নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী জিলিয়ান স্কিনার এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়ে বলেছেন, ভয়াবহ এ ভুলের জন্যে আমি গভীরভাবে দুঃখিত।

তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে কেবল দুটি শিশু এ ভুলের শিকার হয়েছে।

হাসপাতলটির দেয়ালে অক্সিজেনের পরিবর্তে নাইট্রাস অক্সাইডের (লাফিং গ্যাস) আউটলেট প্রতিস্থাপন করা হয়েছিল বলে জানা গেছে।

মারা যাওয়া শিশুটির মা অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি ওকে দেখতে চাই। জেগে উঠুক আমার শিশু। তারা এটি কি করল?’ এ ধরনের ঘটনা আর ঘটবে না আশ্বস্ত করে নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী জানান, তার পদত্যাগ করার কোন পরিকল্পনা নেই।

মৃত শিশুটির চাচা ডেভিড খারমা অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, একটি উন্নত দেশে একুশ শতকে এ ধরনের ঘটনা অকল্পনীয়।

হাসাপতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।