বুয়েট এলামনাই অস্ট্রেলিয়ার (BUETAA) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

বুয়েট এলামনাই অস্ট্রেলিয়ার (BUETAA) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

গত ২৯শে অক্টোবর বুয়েট এলামনাই অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা ২০১৬ অনুষ্ঠিত হয় সিডনীর রকডেলে। অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল বার্ষিক সাধারণ সভা, নির্বাচন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মধ্যানহ ভোজ।

শুরুতেই প্রকৌশলী তানভীর আহমেদ তমাল এর উপস্থাপনায় উপস্থিত সকলের সতঃস্ফুর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত সাধারণ সভা অনুষ্টিত হয় যেখানে বুয়েট এলামনাই অস্ট্রেলিয়ার বিগত বছরের কর্মকান্ড এবং আর্থিক লেনদেনের হিসাব উপস্থাপন করা হয়। প্রাক্তন কমিটির সভাপতি প্রকৌশলী মাহমুদা রুনু তার বক্তব্যে বুয়েট এলামনাই অস্ট্রেলিয়ার সংক্ষিতপ্ত ইতিহাস তুলে ধরেন। তিনি তার ভাষণে আরো বলেন কিভাবের বুয়েটে এলামনাই মাত্র কয়েকজন সদস্য নিয়ে সেই ২০০৯ সালে যাত্রা শুরু করে আজকের এই বৃহৎ সংগঠনের আকার নিয়েছে। এরপর বুয়েট এলামনাই অস্ট্রেলিয়া প্রবীণ সদস্যদের মধ্যে আজীবন সদস্যপদের ছাড়পত্র প্রদান করেন।

এরপর নতুন কমিটি নির্বাচনের জন্য একটি নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন প্রকৌশলী ডঃ গোলাম আলী এবং প্রকৌশলী মিজানুর রহমান। প্রতিটি পদের বিপরীতে প্রস্তাবিত প্রার্থির পক্ষে মতামত যাচাই করে নতুন কমিটির সদস্যদের নাম ও পদবী ঘোষণা করা হয়। প্রাক্তন কমিটির সভাপতি প্রকৌশলী মাহমুদা রুনু এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ তমাল নবগঠিত কমিটির নিকট দ্বায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে  নির্বাচিত হন প্রকৌশলী নিলুফার আক্তার কেয়া এবং সহসভাপতি নির্বাচিত হন প্রকৌশলী সানিয়া শারমিন

এরপর নবগঠিত কমিটি আগামী দু’বছরের জন্য তাদের কর্ম্পরিকল্পনার একটি রূপরেখা তুলে ধরেন, যেখানে বুয়েট এলামনাই অস্ট্রেলিয়া তার সদস্যদেরকে নিজ নিজ কর্মক্ষেত্রে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত দর্শকদের মতামত খুবই গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে এই ভবিষ্যতের কর্মপরিকল্পনার ছক তৈরি করা হয়। সাধারণ সভার শেষ পর্যায়ে প্রকৌশলী আমীন, প্রকৌশলী রেজাউল করিম, প্রকৌশলী হায়দার, প্রকৌশলী আজাদ হোসেন তাদের অভিজ্ঞতালব্ধ মতামত তুলে ধরেন, যা বুয়েট এলামনাই অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়াতে অবস্থানরত বুয়েটিয়ানদের ভবিষ্যতে চলার পথে আলোকবর্তিকা হিসেবে পথ নির্দেশনা দিবে।

মধ্যানহ ভোজের পর প্রকৌশলী শাকিলের প্রাণবন্ত উপস্থাপনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বুয়েটিয়ান এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ পরিবেশনা সকলকে মুগ্ধ করে।  শতাধিক প্রক্তন বুয়েটিয়ান এবং তাদের পরিবার নিয়ে এটি ছিল বুয়েট এলামনাই অস্ট্রেলিয়ার আরো একটি স্মরণীয় আয়োজন।

(প্রকৌশলী মোঃ ইয়াকুব আলী, পুরকৌশল, ব্যাচ-৯৮)