সিডনিতে তিনদিনের রিহ্যাব ‘আবাসন মেলা’ শেষ

সিডনিতে তিনদিনের রিহ্যাব ‘আবাসন মেলা’ শেষ

আবুল কালাম আজাদঃ : গত শনিবার থেকে সোমবার পর্যন্ত সিডনির ক্যাম্পসী অরিয়ন ফাংশন সেন্টারে তিনদিনের রিহ্যাব ‘আবাসন মেলা’ হয়ে গেল। গত ৫ই মে শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিহ্যাবের সিনিয়র সহ সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।

অস্ট্রেলিয়ার সিডনিতে দ্বিতীয়বারের মতো সম্পন্ন হলো রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) মেলা। মেলাটিতে দর্শকদের জন্য বিশেষ র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বারবি কিউ’র ব্যবস্থা করা হয়। এই মেলা উপলক্ষ্যে সর্বোচ্চ ৮০% মূল্য ছাড় দেওয়া হয় ও হাউস বিল্ডিং ফিন্যান্স লোনের ব্যবস্হা করা হয়।

মেলায় আমিন মোহাম্মদ, রুপায়ন সিটি উত্তরা, ইউ এস বাংলা এসেস্টস,সূর্বনো ভূমি হাউসিং সহ বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের ৩৫টি স্টল ছিল। মেলায় অংশগ্রহণকারীরা শুধু তাঁদের অনুমোদিত প্রকল্পগুলোই মেলায় প্রদর্শন করেছেন। মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল।