সিডনিতে ‘মা দিবস’ এর অনুষ্ঠান আগামী ১৩ই মে

সিডনিতে ‘মা দিবস’ এর অনুষ্ঠান আগামী ১৩ই মে

আবুল কালাম আজাদঃ আকাশ ভালোবাসে মাটিকে, পাহাড় ভালবাসে ঝর্ণাকে, নদী ভালবাসে পানিকে, সাগর ভালবাসে আছড়ে পড়া ঢেউকে, সূর্য ভালবাসে রোদকে, চাঁদ ভালবাসে জোসনাকে, পাখি ভালবাসে মুক্ত আকাশকে, মাছ ভালবাসে পানিকে। আমরা তার চেয়েও অনেক অনেক বেশি ভালবাসি আমাদের ‘মা’কে।
মে মাসের দ্বিতীয় রবিবার, আন্তর্জাতিক মা দিবস। ১৯০৭ সাল থেকে মার্কিন স্কুল শিক্ষিকা আন্না জারভিস তাঁর প্রাণ-প্রিয়তমা মা অ্যান মারিয়া বিভেশ জারভিস এর মৃত্যু বার্ষিকীর দিনটি মা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯১৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন এই দিনটিকে জাতীয় মা দিবস হিসাবে মর্যাদা দেন এবং ১৯৬২ সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক মা দিবস হিসেবে স্বীকৃতি পায়।
আগামী ১৩ই মে ২০১৮ সিডনির পালকি রেষ্টুরেন্ট ও ফাংশন সেন্টারে সন্ধ্যা ৭:০০টায় অনুষ্ঠিত হবে  ‘মা দিবস’ এর বিশেষ ইভেন্টে। অনুষ্ঠানটির আয়োজক ‘গো-ইভেন্ট’।
আয়োজক মোরছালিন ছাদেকিন জিতু জানান, উক্ত অনুষ্ঠানে একজন শ্রেষ্ঠ মাকে পুরস্কারে ভূষিত করা হবে। মা’দের নিয়ে কিছু আলোচনা থাকবে। মা দিবসকে সামনে রেখেই এই আয়োজন। সবশেষে ডিনারের ব্যবস্থা রয়েছে। প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে ১৫ ডলার।