বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, কুমার বিশ্বজিৎ এখন সিডনিতে। ইতিমধ্যে গত ১৭ জুলাই সন্ধ্যায় সিডনি এসেছে পৌঁছেছেন বাংলাদেশের স্বনামধন্য এই সঙ্গীত শিল্পী। আগামী শুক্রুবার (১৯জুলাই), সিডনির বিখ্যাত নভোটেল, ব্রাইটন লি স্যান্ডস হোটেলে অনুষ্ঠিত হচ্ছে কুমার বিশ্বজিতের গ্রান্ড প্রোগ্রাম ‘উৎসবে বাংলাদেশ’। সাথে বাংলাদেশের বিখ্যাত ড্রামার মিঠুও থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ।
সিডনি ছাড়াও মেলবোর্নে আগামী ২০ জুলাই মাতাবেন এই শিল্পী।
তার জনপ্রিয় ‘‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’’ ‘‘তুমি রোজ বিকেলে, আমার বাগানে ফুল তুলতে আসতে’’ ‘‘তোমরা একতারা বাজাইয়ো না’’ ‘‘যে শিকারী দেখে দেখে না, সে অন্ধ শিকারী জানেন না’’ ‘‘আমি নির্বাসনে যাবো না’’ ‘‘কিছুই নাকি দেইনি তোমায়, বলো কে করেছে নিঃস্ব আমায়’’ আরো হাজারো মন মাতানো গান গেয়ে জয় করে নিবে সিডনি -মেলবোর্নের বাঙালীদের হৃদয়।
সিডনি বাসীরা যারা তার গানের ভক্ত তারা অধীর আগ্রহের সাথে সময় গুনছে ১৯ সে জুলাই সন্ধ্যা ৭টার জন্য। সবাই আশা করছে , কুমার বিশ্বজিৎ একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিবে দর্শকশ্রোতাদেরকে।