কালবোশেখী ঝড়

কালবোশেখী ঝড়

চোখের জলে সব ধুয়ে মুছে শুভ্র সকাল আজ
কান্নার ভাষার অগোচরে খুশির বানের তাজ
দিন গড়িয়ে রাত আসে,সন্ধ্যা তারা হাসে
মিত্থা আশায় দিন ভাসে;
জীবন চলে এঁকে বেঁকে
ভিন্ন পথে হোঁচট খেয়ে
এইতো বুঝি বৃষ্টি নামে
মেঘ আকাশে অন্য পানে
পায়রারা সব মিছিল করে
আসবে না আর এই এপারে
নীল আকাশের ছাদ ছুঁয়ে যায় কালবোশেখী ঝড়
নেইতো সেথায় একটুখানি নীলের আড়ম্বর
মেঘের সারি দিচ্ছে পাড়ি সাত সমুদ্দুর পথ
নেইতো কোনো ঝুট ঝামেলা পেয়েছে সহজ পথ
নেইতো কোনো বাড়াবাড়ি এদিক ওদিক আড়াআড়ি
যাচ্ছে যাবে অনেক দূরে ভিন্ন পথে মুক্তির বানে।।

মলি সিদ্দিকা (পার্থ, অস্ট্রেলিয়া)