স্বাধীনতা যুদ্ধ দেখিনী

স্বাধীনতা যুদ্ধ দেখিনী

আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনী
আর তাই ওটার ফল আমি ভোগ করতে পারিনী
আমি ক্ষয়িসনু চাঁদকে দেখেছি
আবার পুর্ণিমার চাদকেও দেখেছি
কিন্তু আমার ক্ষয়িসনু মানুসিকতাকে দুর করতে পারিনী
আমি হাটতে শিখেছি
কথাও বলতে শিখেছি
কিন্তু ওদুটোর সৎব্যবহার কখনো করিনী
আমি স্বপ্ন দেখি
কল্পনাও করি
কিন্তু বাস্তবে রুপ নেয়নি আমার স্বপ্নগুলোর

—————————মাহবুবর রহমান