বসন্ত এসেছে আজ
ফুলে ফুলে ভরে গেছে চারদিক
কিংস পার্ক থেকে এরলিয়েন বোটানিক পার্ক
বুনো ফুল, বাহারি ফুল, দেশি ফুল আবার বিদেশী ফুল
কত রঙে, ঢঙে আর গন্ধে মাতাল
গাদা, বেলি, কৃষ্ণচূড়া, রজনীগন্ধা, নাকি রঙ্গন?
মনে কি পরে বসন্তের ফুলগুলো, তার গন্ধ-রং-রস?
কামিনী,বকুল,গন্ধরাজ, জবা
কদম ফুল কি শরতের নাকি বর্ষার?
আবছা-ছায়া স্মৃতির মায়ায় রাধাচূড়ার আবিরে
হারিয়ে যাওয়া দিন খুঁজে পাই এই মাটির আদলে
ক্যাঙ্গারু পও, ব্যাঙ্কসিয়া সেসিলিস,পিঙ্ক ফেইরী অর্কিড
কুয়ালাপ বেল,সোয়ান রিভার ডেইসি, পিঙ্ক এভার লাস্টিং আরো কত কি!
ক্যালেন্ডার এ দেখা ছবির মতো
রাশিয়া কিংবা অস্ট্রিয়ার অপূর্ব সব ফুলেল দৃশ্য
নেদারল্যান্ডের টিউলিপ বাগান,আহা!
কি দারুন এই দৃশ্যপট
কি মমতায় তারা এই কংক্রিটের স্থাপত্যের একটু পাশেই ফুটে উঠেছে
মনে হয় মিটিমিটি হাসছে আর কথা বলছে
পরম মমতায় তাকে একটু ছুঁয়ে দিলাম
তার স্পর্শে আমিও সতেজ!
একটু দূরেই রংধনুর খেলা বয়ে গেলো ফোয়ারার জলে
ঘাসের উপর একটুক্ষণ বিশ্রাম
আর দূর থেকে বুনো ফুল-পাতার উন্মুক্ত ভালোবাসা
বাতাসে বসন্তের ঘ্রান,আকাশে পাখিদের কলতান।
মলি সিদ্দিকা
১২/৯/’২০