আমার বাবার কথা মনে পড়ে
কোনো কোনো দিন সকাল হতেই,
মনে পড়ে যায় সেই প্রিয় মুখ
সেই হাসি, এরপর সবই ঝাপসা
হয়ে যায়, চোখে দেখি না তেমন আর।
আমার বাবার কথা মনে পড়ে
যখন ঘুম ভেঁঙ্গে যায় আধ রাতে,
ভীড় করে আসে
সোনালী রঙা সেই স্মৃতিগুলো,
আমার বাবার সেই স্নেহ ভরা স্বর
যেন ভেসে আসে বেহেস্তের দুয়ার হতে।
এই স্বপ্ন হারিয়ে যায় রাতের অন্ধকারে
যতই আমার অবচেতন মন
আঁকড়ে ধরতে চায় ,
এ স্বপ্ন তবু হারিয়েই যায়।
আমার বাবার কথা খুব মনে পড়ে
যখন আমি একা পথে,
নিজের মনে গাড়ী চালাই।
কত কথা মনে পড়ে যায়
ঈদের দিন,সাদা পানজাবী
সেই উজ্জ্বল ঝলমল্ হাসি।
আর সেই সাথে ভেসে উঠে
আমাদের বসার ঘর, আব্বা বই পডায় মগ্ন
আরো আসে ভেসে মনের গহীনে,
সেই চেনা সুর যেন তোলে মুচছর্না ।
আজো গেঁথে আছে মনে
সেই কন্ঠস্বর, সেই কথা বলা ফোনে
“ কেমন আছ মা” কত আগ্রহ নিয়ে
জানতে চাওয়া।
আমার বাবার কথা মনে পড়ে
যখন তখন যেখানে সেখানে
সকাল দুপুর রাতে
আনন্দ দু্খ শোক অভিমানে।
যদিও বাবা আছেন ঘুমিয়ে এই হৃদয়ে,
পারি না ছুঁতে তারে আর কোনো ভাবেই
তবু স্মৃতিগুলো উঁকি মারবেই।
ভোলা কি যায় আমার শুভ্র
সুন্দর ভালমানুষ বাবা কে!
আমার বাবাকে যে অনেক মনে পড়ে,
কখনো আঁখি জলে ভরে উঠে
কখনো হাসি খেলে যায় ঠোঁটে।
বুক ভরে উঠে গর্বে
যখন বাবার কথা মনে পড়ে।
বাবা চলে গেছেন অনেক অনেক দূরে
তবুও বাবাকে আমার আজো মনে পড়ে
যখন তখন যেখানে সেখানে
অনেক কাজের ভীড়ে
বাবাকে আমার খুব মনে পড়ে।