অনলাইন ডেস্কঃ ১৩ সেপ্টেম্বর ২০১৫
অবসর এবং চোটের ধাক্কায় ভালোই বিপদে পড়েছে অস্ট্রেলিয়া। অ্যাশেজের কার্ডিফ টেস্টে যে একাদশ নেমেছিল, সেখান থেকে সম্ভবত মাত্র চারজন আসছেন বাংলাদেশ সফরে। যার মানে দাঁড়ায়, প্রায় নতুন একটি দল নিয়ে আসছেন স্টিভেন স্মিথ। বড় পরিবর্তনটা দেখা যাবে অসিদের টপ অর্ডারে। অস্ট্রেলিয়ান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সফরের দুই টেস্টে আছেন অসি টপ অর্ডারের তিন ব্যাটসম্যান জো বার্নস, শন মার্শ ও উসমান খাজা। আসতে পারেন আরেক নবীন ক্যামেরন ব্যানক্রফট। ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করলেও মিডল অর্ডারের গভীরতা বাড়াতে বাংলাদেশের বিপক্ষে চারে নামতে পারেন অধিনায়ক স্মিথ।
আজ ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের পর টেস্ট দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া। এরই মধ্যে অবশ্য অস্ট্রেলিয়ান মিডিয়ায় খবর বেরিয়েছে, বাংলাদেশ সফরে অসিদের ব্যাটিং ওপেন করবে শন মার্শ ও জো বার্নস জুটি। গত ৩০ বছরের মধ্যে আগের টেস্টে কোনো ওপেনার না থাকার ঘটনা অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এটা তৃতীয়। ক্রিস রজার্স অবসর নিয়েছেন, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার বুড়ো আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন সফর থেকে। তাদের অনুপস্থিতিতে বার্নসের সুযোগ পাওয়াটা অনুমিতই ছিল। ক’দিন আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফরে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন তিনি, যে কারণে তাকে ইংল্যান্ডে উড়িয়ে নেওয়া হয়েছে। ওয়ানডে সিরিজে তিনি ওপেনও করেছেন। ‘এ’ দলের হয়ে ভারত সফরে ভালো করায় সুযোগ পাচ্ছেন উসমান খাজাও। পাকিস্তানি বংশোদ্ভূত এ ব্যাটসম্যান তিনে ব্যাট করতে পারেন। ২০১৩ অ্যাশেজের পর বাদ পড়া এ ব্যাটসম্যানকে জায়গা ছেড়ে দিয়ে চারে নেমে যাবেন স্মিথ। অথচ এ তিন নম্বর পজিশনে কিছুদিন ধরে দারুণ সফল স্মিথ। এ পজিশনে গত সাত টেস্টে তিনটি সেঞ্চুরিতে তার গড় ৭১.৯। নতুনদের ভিড়ে অসি কোচ ড্যারেন লেম্যানের মিডল অর্ডার ভরসা এডাম ভোজেস। কোচের বিশ্বাস, বাংলাদেশ সফরে দারুণ কিছু করবেন ভোজেস। ৩৫ বছর বয়সে অভিষেক হওয়া এ ব্যাটসম্যান এখন পর্যন্ত সাতটি টেস্ট খেলেছেন, যেখানে তার গড় ৪৬। বাংলাদেশ সফরে ৩৬তম জন্মদিন উদযাপন করবেন ভোজেস। ( সুত্রঃ সমকাল)