১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত কোনো নিরাপত্তার অভাব বোধ করিনি।

১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত কোনো নিরাপত্তার অভাব বোধ করিনি।

অনলাইন ডেস্ক: ০৫ নভেম্বর ২০১৫

একমাত্র ছেলে ফয়সল আরেফিন দীপনকে হারানোর পর এখন নিজের জীবনেও নিরাপত্তার অভাব বোধ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক-লেখক আবুল কাসেম ফজলুল হক। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘স্বাধীনতার পর থেকে, ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত কোনো নিরাপত্তার অভাব বোধ করিনি। কিন্তু আজকে সকাল থেকে নিরাপত্তার অভাব বোধ করছি।’

নিরাপত্তাহীন বোধ করার কারণ জানতে চাইলে প্রবীণ এই অধ্যাপক বলেন, ‘না কারণ বলব না। এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই না।’ তবে তিনি না জানালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেছেন, ‘তাকে হুমকি দেয়া হয়েছে।’
শনিবার শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিজের অফিসে খুন হন জাগৃতি প্রকাশনীর কর্ণধার দীপন। গত ফেব্রুয়ারিতে নিহত লেখক অভিজিত্ রায়ের বই প্রকাশ করেছিলেন তিনি। (সুত্রঃ ইত্তেফাক )