আপন হয়ে থেকো

আপন হয়ে থেকো

স্বপ্ন দেখি স্বপ্ন আঁকি
স্বপ্ন বেঁচে খাই
স্বপ্ন দিয়ে বৈঠা বেয়ে
অচিনপুরে যাই
এক চোখেতে হাসায় আবার
অন্য চোখে কাদায়
সুযোগ পেলেই স্বপ্ন আমায়
প্রেমের জলে ভাসায়
যখন আমার কেউ ছিলনা
স্বপ্ন শুধু ছিল
এখন আমার সব হয়েছে
স্বপ্ন এলোমেলো
স্বপ্ন ফেরি করে বেঁচি
সকাল বিকাল সাঁঝে
স্বপ্ন আমায় ভাবতে শেখায়
সকল কাজের মাঝে
স্বপ্ন কিছু দেব তোমায়
যত্ন করে রেখো
ভয় পেওনা প্রেম নেবোনা
আপন হয়ে থেকো

নাইম আবদুল্লাহ (সিডনি প্রবাসী লেখক, সাংবাদিক)