অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল এর ওয়ার্কিং (কার্য সম্পাদন) কমিটি গঠিত

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল এর ওয়ার্কিং (কার্য সম্পাদন) কমিটি গঠিত

নাইম আবদুল্লাহ: অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্য পরিচালনার জন্য সংগঠনের আহবায়ক বদরুল আলম ৫ সদস্য বিশিষ্ট ওয়ার্কিং ( কার্য সম্পাদন) কমিটি গঠন করেছেন।  এই ওয়ার্কিং কমিটি আগামী চার মাসের মধ্যে সংগঠনের নাম পরিবর্তন, সংবিধানের খসড়া তৈরী,  মনোগ্রাম, সদস্য ফরম সহ অন্যান্য আনুসাংগিক কার্যাদি সম্পাদন করবেন এবং স্থায়ী কার্যকরী পরিষদ গঠনে আহবায়ককে সহায়তা প্রদান করবেন।
গত ১৪ জানুয়ারী সিডনির স্থানীয় এক রেঁস্তোরায় তিনি এই  ওয়ার্কিং কমিটির নাম ঘোষণা করেন। ৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যগণ হলেন, প্রখ্যাত লেখক ও কলামিস্ট রতন কুন্ড, এবিসি বাংলা ডট নেটের সম্পাদক  নাইম আবদুল্লাহ, আপডেট বিডি নিউজ ডট কমের প্রধান সম্পাদক রেজাউল হক, নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন ও বিদেশবাংলা ২৪ ডট কমের সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন।
উল্লেখ্য যে, গত ৮ নভেম্বর’২০১৫ ইং তারিখে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল এর  মত বিনিময় সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠনের নাম পরিবর্তন ও বর্তমান কার্যাদি পরিচালনার জন্য  ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের আহবায়ক বদরুল আলমকে এই কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।