সিডনীতে সোলস’ ব্যান্ড এর কনসার্ট

সিডনীতে সোলস’ ব্যান্ড এর কনসার্ট

সিডনী প্রতিনিধি ঃস্থানীয় ব্যান্ড কৃষ্টি’র আমন্ত্রণে আগামী ১লা মে রোববার সিডনী’র হারসভিল মারানা অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় সোলস’ ব্যান্ড’এর লাইভ কনসার্ট। সোলস’ ব্যান্ড’এর কলাকুশলীরা আগামী ২৭শে এপ্রিল পার্থ বড়ুয়ার সহচর্যে ঢাকা থেকে অস্ট্রেলিয়ায় আসছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে সঙ্গীত পরিবেশনের উদ্দেশে। দু’সাপ্তাহ ব্যাপী এ সফরে তাদের একটি মিউজিক ভিডিও তৈরিরও পরিকল্পনা রয়েছে। বাংলা ব্যান্ড সঙ্গীতে সোলস’এর জনপ্রিয়তা এখনো তুঙ্গে। এ্যালবাম তেমন একটা বের না হলেও মঞ্চ পারফর্মেন্স নিয়মিত করছেন এখনো।

আয়োজক পক্ষ থেকে সঞ্জয় টাবু বলেন, সিডনী ছাড়াও অ্যাডলাইড, ক্যানবেরা ও মেলবোর্নে সোলস’ ব্যান্ড’ লাইভ কনসার্ট করছেন এবার। বর্তমানে সোলস’ ব্যান্ড’এর কণ্ঠ ও গীটারে রয়েছেন পার্থ বড়ুয়া, মুল ভোকাল নাসিম আলী খান, ড্রামস আশিক, কীবোর্ডে মীর মাসুম ও বেজ গীটারে রিয়েল। উল্লেখ্য যে, স্থানীয় ব্যান্ড কৃষ্টি ২০০২ সাল থেকে সিডনীতে বাংলা ব্যান্ড সঙ্গীতের প্রচার ও প্রসারের প্রথম পদক্ষেপ নেয়। বারউড গার্লস স্কুলে তাদের প্রথম পরিবেশনা সিডনীবাসীদের মনে এখনো স্মরণীয় হয়ে আছে। কৃষ্টি’র কীবোর্ডে আছেন শোয়েব, বেজ গীটারে ইমন, গীটার মিতুল ও ভোকালে শুভ্র। সিডনীর সঙ্গিত পিয়াসীরা সোলস’ ব্যান্ড’এর সঙ্গীত মূর্ছনা’র অপেক্ষায় রয়েছেন।