ওয়েস্টার্ন সিডনী’তে মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশী ডাক্তার নিহত

ওয়েস্টার্ন সিডনী’তে মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশী ডাক্তার নিহত

সিডনি প্রতিনিধি:ওয়েস্টার্ন সিডনীর রুটি হিলস-এ নিজ গাড়ীতে চাপা পরে গত ১২ই মে বাংলাদেশী ডাক্তার ডঃ গোলাম তৌফিক মর্মান্তিকভাবে মৃত্যুবরন করেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ঘটনার বিবরণে প্রকাশ ডঃ তৌফিক তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তার বন্ধুর বাসায় বেড়াতে যান এবং বন্ধুর বাসার সামনের ড্রাইভওয়েতে তার টয়োটা কেমরী গাড়ীটী পার্ক করেন। গাড়ীর পেছনের সীটে ছিলেন তার স্ত্রী ও দুই সন্তান। গাড়ী থেকে বের হবার পর তিনি লক্ষ্য করেন হ্যান্ডব্রেক  না তোলার করার কারণে গাড়ীটি ঢালুতে নামতে শুরু করে। এমতাবস্থায় তিনি গাড়ীটিকে থামানোর চেষ্টা করেন কিন্তু ড্রাইভওয়ে ঢালু থাকার কারণে থামাতে ব্যর্থ হন এবং তিনি নিজেই নিজ গাড়ীর নিচে চাপা পড়েন।

প্রতিবেশীরা তৎক্ষণাৎ গাড়ী চাপা পরা অবস্থা থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ পুলিশ ও এ্যাম্বুলেন্স পৌছার পূর্বেই তিনি মারা যান। মৃত্যূকালে ডঃ গোলাম তৌফিকের বয়স হয়েছিলো ৪০। তিনি মেলবোর্নে জেনারেল প্র্যাকটিসনার হিসেবে কর্মরত ছিলেন। সিডনীতে তার পরিবার বসবাস করায় প্রায়ই তাকে সিডনী-মেলবোর্ন আসা যাওয়া করতে হতো। প্রবাসী বাংলাদেশী চিকিৎসক সংগঠন ও বাংলাদেশী স্থানীয় কমিউনিটির সকলে তার এই অকাল মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেন।