নাইম আবদুল্লাহ: অস্ট্রেলিয়ার সিডনিতে ১৫ মে (রবিবার) দুপুরে বেলমোর কমিউনিটি হলে শখের থিয়েটার ৪ ঘণ্টাব্যাপী নাট্য কর্মশালার আয়োজন করে । কর্মশালার উদ্দেশ্য ছিল নতুন নাট্যকর্মীদের অন্তর্ভুক্তিকরণ ও প্রশিক্ষণ।
ঢাকা থিয়েটারের এক সময়ের নাট্য অভিনেতা শাহীন শাহনেওয়াজের তত্ত্বাবধানে সম্প্রতি সিডনিতে শখের থিয়েটার নামে একটি নতুন নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠিত হয়েছে। এ নাট্যগোষ্ঠীতে স্বর্ণা, সাজু, শারমিনসহ প্রায় ২০-২২ জন সদস্য রয়েছেন।
শাহীন শাহনেওয়াজ বলেন, ‘সিডনি তথা অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নাট্য প্রতিভাদের একত্রিতকরণ ও কর্মশালার মাধ্যমে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে আমরা দেশের অত্যন্ত জনপ্রিয় ও দর্শকনন্দিত নাটকগুলো সিডনিতে মঞ্চস্থ করব। আজকের এ কর্মশালায় আমরা আশানুরূপ সাড়া পেয়েছি এবং অনেকে প্রতিভাবান নাট্যকর্মী আমাদের নাট্যা আন্দোলনে যোগদান করেছেন।’
যারা থিয়েটার করতে চান তারা অনুগ্রহপূর্বক শাহীন শাহনেওয়াজের সঙ্গে ০৪১২৩৬৬০৯৩ নম্বরে যোগাযোগ করতে পারেন।