অনলাইন ডেস্কঃ অভিষেক টেস্টে দুর্দান্ত নৈপুণ্য দেখাচ্ছেন তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। মধ্যাহ্নবিরতির আগেই তুলে নিয়েছিলেন ইংল্যান্ডের তিনটি উইকেট। বিরতির পর বল হাতে নিয়ে আবার ইংলিশ-শিবিরে আঘাত হেনেছেন এই ডানহাতি অফস্পিনার। সাজঘরে ফিরিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুটকে। ভেঙেছেন ইংলিশ প্রতিরোধ। এ প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের স্কোর : ১৭৩/৫।
ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা দারুণভাবে করেছে বাংলাদেশ। প্রথম ৯ ওভার নির্বিঘ্নে কাটালেও এরপর টানা তিন ওভারে তিনটি উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় ইংল্যান্ড। নিজের টানা দুই ওভারে মিরাজ নিয়েছেন বেন ডাকেট ও গ্যারি ব্যালান্সের উইকেট। আর মাঝখানের ওভারে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে ফিরিয়েছেন সাকিব আল হাসান। চতুর্থ উইকেটে ৬২ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিলেন জো রুট ও মইন আলী। কিন্তু মধ্যাহ্নবিরতির পর রুটকে সাজঘরমুখী করেছেন মিরাজ। ৪০ রান করে ফিরে গেছেন রুট। মইন ব্যাটিং করছেন ৬১ রান নিয়ে।
গত বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ টেস্টটি খেলেছিল বাংলাদেশ। এক বছরের বেশি সময় পরে আবার টেস্ট খেলতে নেমে শুরুটা দারুণভাবেই করেছে মুশফিক বাহিনী।